Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিকিৎসার জন্য আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন শহীদ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিপিএলে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পেয়ে সেই যে মাঠের বাইরে পেস বোলার শহীদ, ফিরতে পারেননি আর মাঠে। নিউজিল্যান্ড সফরের ঘোষিত দলে থেকেও সফর থেকে পড়েছেন ছিটকে,বিবেচ্য হননি হায়দারাবাদ টেস্টের স্কোয়াডে। মার্চে শ্রীলংকা সফর হচ্ছে না তার। সামনে ব্যস্ত ক্রিকেট মওশুম বলে হাঁটুর অপারেশনে শহীদকে দ্রæত সারিয়ে তোলার উদ্যোগ নিয়েছে বিসিবি। মাশরাফির সার্জন ডা. ডেভিড ইয়াং এর কাছে তার হাঁটুর অস্ত্রোপচার হওয়ার কথা আগামী মঙ্গলবার। সে কারণেই আজ মেলোবোর্নের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই পেস বোলার। এ তথ্য দিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী ‘ওর অস্ত্রোপচার লাগতে পারে। যিনি অস্ত্রোপচার করবেন, তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে যে আমাদের পুরনো বন্ধু ডাক্তার ডেভিড ইয়াং, তার কাছে আজ (রোববার) রাতে যাচ্ছে শহীদ।’ হাঁটুর অস্ত্রোপচারের জন্য ঢাকা ছাড়ার প্রাক্কালে একটু নার্ভাস মনে হচ্ছে শহীদকে। ২ বছর আগে ডা. ডেভিড ইয়াং এর কাছে অপারেশন করেছেন পেস বোলার শাহাদত রাজিব। সেই রাজিব দিয়েছেন অভয়, এমনটাই জানিয়েছেন শহীদ ‘একটু নার্ভাস লাগছে। রাজীব ভাইয়ের (শাহাদত হোসেন) সঙ্গে কথা হয়েছে, তিনি আমাকে সাহস দিয়েছেন। সবার কাছে দোয়া চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসা

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ