মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে চিকিৎসাবর্জ্যের কারণে সৃষ্ট রোগে ৪০ লাখ শিশুসহ ৫২ লাখেরও বেশি মানুষ মারা যায় বলে দাবি করেছেন শীতল বর্মা নামের ভারতীয় এক চিকিৎসক। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে (কেজিএমইউ) ‘বায়ো-মেডিকেল বর্জ্য ও সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য টেকসই কাট-এজ প্রযুক্তি’ বিষয়ক এক কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। শীতল বর্মা বলেন, ‘উন্নয়নশীল দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন কিলোগ্রাম জৈব বর্জ্য তৈরি হয়। কোভিড-১৯ পরবর্তী সময় চিকিৎসাবর্জ্যের পরিমাণ অনেক বেড়েছে। করোনা চলাকালীন ভারতজুড়ে প্রতিদিন ৬৫৬ টন ওজনের বায়োমেডিকেল বর্জ্য তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে যে, সারা বিশ্বে চিকিৎসাবর্জ্যের কারণে সৃষ্ট রোগের ফলে ৪০ লাখ শিশুসহ ৫২ লাখের বেশি মানুষ মারা যান।’ পরিবেশবিদদের মতে, রক্তমাখা তুলা, গজ, সিরিঞ্জের মতো চিকিৎসাবর্জ্য পরিবেশ এবং জনস্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। তাই আর পাঁচটা বর্জ্যের মতো এগুলোও নির্দিষ্ট উপায়ে নষ্ট করে ফেলা উচিত। চিকিৎসাবর্জ্য নষ্ট করার নির্দিষ্ট পদ্ধতি ও নিয়ম রয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।