প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চোখের ভুল চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিশিষ্ট প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। সম্প্রতি চোখের ছানি অপারেশনের জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অপারেশনের পর তার চোখের জটিলতা বেড়ে যায়। ফলে গত ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। সোহেল রানা সংবাদ মাধ্যমকে বলেন, দেশের এতো নামি একটি হাসপাতালের চিকিৎসার যদি এই বেহাল অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমার চোখের ছানি অপারেশন করার পর তারা আমার চোখে লেন্স বসায়নি। ৫-৬ দিন আমি চোখে কিছু দেখতে পাইনি। সেই অসহ্য যন্ত্রণা ভুলার মতো নয়। সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ বলেন, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। আমরা প্রাথমিক প্রস্তুতি নিচ্ছি, সব কাগজপত্র রেডি করছি। এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে লড়াটা খুব একটা সহজ নয়, তবু আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার চাই। খুব তাড়াতাড়ি হাসপাতাল ও সেই চিকিৎসাককে লিগাল নোটিশ পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।