Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ সভান্তে পাবো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

চিকিৎসাবিজ্ঞানে অবদানের জন্য এ বছরের নোবেল পুরস্কার পেলেন সুইডিস বিজ্ঞানী সভান্তে পাবো। নোবেল কমিটি গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছে।

নোবেল কমিটি জানিয়েছে, আদিম মানুষের জিনোম উদ্ঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। এটিই এ বছরের প্রথম ঘোষিত নোবেল পুরস্কার।

চিকিৎসা বিশ্বে সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিস ক্রাউন্স বা ৯ লাখ ৩৫৭ ডলার। আর বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৯০ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকা। ডিনামাইটের আবিষ্কারক ও সুইডিন ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছায় ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এ পুরস্কার দেয়া হয়ে আসছে। পরে এতে যুক্ত করা হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রকেও। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ সভান্তে পাবো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ