Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলা শেষে অমর একুশে গ্রন্থমেলা

কুতুবউদ্দিন আহমেদ | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গত বছরের উদ্বেগ-উৎকণ্ঠা মাথায় নিয়ে এ বছর শুরু হয়েছিল স্বপ্নের বইমেলা। কখন কোন আকাশের কোন কালো মেঘ এসে ঢেকে দেয় বইমেলার স্বপ্নিল আকাশ বলা তো যায় না; যেখানে সারাদেশব্যাপী একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। যার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মেলার চতুর্দিকে তাদের সর্বক্ষণ সজাগ দৃষ্টি। একটু ওপর দিকে তাকালেই থেকে থেকে চোখে পড়ে ওয়াচ টাওয়ার, সেখানে তীক্ষè চোখে বসে আছে কয়েকজন করে পুলিশ। অন্য বছরগুলোতে মেলার বাইরে ছিল ব্যাপক উৎসবের আমেজ; বাহারি দোকানপাট। কিন্তু এবার সেখানে বিরাজ করছে সুনসান নীরবতা। সমস্ত এলাকা ঘুরে একটি চায়ের দোকানের দেখা মেলে না।
কিন্তু না, আশার কথা হলো লেখক-পাঠক-প্রকাশকের সকল দুর্ভাবনা দূর করে দিয়ে বইমেলা এখন ভালোয় ভালোয় শেষের পথে। মেলা কর্তৃপক্ষ যদি মেলার আয়ু দীর্ঘায়িত না করেন তবে পর্দা নামবে দুদিন পরই। একুশের এ ঐতিহাসিক মেলাটিকে ঘিরে এ দেশের সর্বস্তরের মানুষের অতীতের মতো এবারও আবেগ- উচ্ছ্বাসের কমতি ছিল না। দলে দলে মানুষ এসেছে, আড্ডা দিয়েছে, বইও কিনেছে প্রচুর। বই কেনার প্রতি এ দেশের মানুষের যে এক ধরনের কৃপণতা ছিল; সেই প্রবণতাটি বোধহয় অনেকটাই কেটে গেছে।
প্রিয় পাঠক, আজ আমরা মেলায় আসা বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক ও বাংলা ভাষায় অনুবাদকৃত বইগুলোর খোঁজ নেব।

মুক্তিযুদ্ধ
রাজশাহীতে মুক্তিযুদ্ধ Ñ মো. এনামুল হক, অনুপম
রক্তাক্ত বাংলাদেশ Ñ মুহম্মদ হাবীবুর রহমান, অক্ষর প্রকাশনী
মুক্তিযুদ্ধ সমগ্র Ñ এনায়েত রসুল, অক্ষর প্রকাশনী
বঙ্গবন্ধু ও বাংলাদেশ Ñ নিমাইচন্দ্র চক্রবর্তী, বিভাস
মুক্তিযুদ্ধ একাত্তর Ñ হামিদুর রহমান, বিভাস
মুক্তিযুদ্ধের নির্বাচিত ১০০ কবিতা Ñ সংকলিত, বিভাস
কবিতায় বায়ান্ন ও একাত্তর Ñ মেজবাউদ্দিন, বিভাস
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সা¤্রাজ্যবাদ প্রশ্ন Ñ আনু মুহম্মদ, নবরাগ
বাংলাদেশে পাকিস্তানিদের গণহত্যা Ñ তপনকুমার দে, রাবেয়া বুকস
বাংলাদেশে গণহত্যার প্রামাণ্য দলিল Ñ ভবেশ রায়, রাবেয়া বুকস
প্রতিরোধ যুদ্ধে রাজশাহী বিভাগ Ñ এনামুল হক, অনুপম প্রকাশনী
মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা Ñ ড. সৈয়দ আনোয়ার হোসেন, অনুপম
একাত্তরের বয়ান Ñ শফিউদ্দিন তালুকদার, কথাপ্রকাশ
মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও অন্যান্য গল্প Ñ ফারুক নওয়াজ, দি রয়েল পাবলিশার্স
স্বাধীনতার অভিমুখে Ñ মোরশেদ শফিউল হাসান, অনুপম প্রকাশনী
একাত্তরের রণাঙ্গন : শিবপুর Ñ হায়দার আনোয়ার খান জুনো, সংহতি
মুুক্তি সংগ্রামে আত্রাই Ñ অহিদুর রহমান, সংহতি
রক্তাক্ত একাত্তর Ñ শামসুজ্জামান শামস, শোভা প্রকাশ
মুক্তিযুদ্ধের জানা-অজানা Ñ ফখরে আলম, বিদ্যাপ্রকাশ
ঝিনাইদহ জেলার ইতিহাস পরিক্রমা Ñ অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম, শোভাপ্রকাশ
উপাখ্যান মুজিব Ñ ইয়াহিয়া Ñ ভুট্টো এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, সাইদ হাসান দারা, সময়
মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা Ñ ফকির আলমগীর
একাত্তরে রণাঙ্গনে Ñ নিজামউদ্দিন লস্কর, অনন্যা
তাগড়া Ñ কামরুল হাসান ভুইয়া, অনন্যা
১৯৭১ : যুদ্ধাহতের বয়ান Ñ সালেক খোকন, ইত্যাদি
মুক্তিযুদ্ধের গল্প Ñ সিরাজুল ইসলাম মুনির, ঝিঙেফুল
একাত্তর যেখান থেকে শুরু Ñ হাসান ফেরদৌস, সময়
দাম দিয়ে কিনে এনেছি এই বাংলা Ñ সম্পা. জাফর ইমাম, বীরবিক্রম, ঐতিহ্য
স্বাধীনতা/ ৭ Ñ মেজর কামরুল ইসলাম ভূইয়া, অনন্যা
মুক্তিযুদ্ধ ১৯৭১ কালুরঘাটে শেষ প্রতিরোধ ও স্মৃতিতে বাংলাদেশের একটি মুক্তাঞ্চল Ñ মেজর (অব.)  হাশমী মোস্তফা কামাল, অনন্যা
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ Ñ অজয়দাশ গুপ্ত, মাওলা ব্রাদার্স
মুক্তিযুদ্ধের স্মৃতি Ñ ব্যারিস্টার আমির উল ইসলাম, আগামী প্রকাশনী
মুক্তিযোদ্ধা মাঝি আব্বাস Ñ মেজর কামরুল ইসলাম ভুইয়া, অনন্যা
মুক্তিযুদ্ধের ইতিহাস Ñ বিধান মিত্র, ইত্যাদি গ্রন্থপ্রকাশ
যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য Ñ সালেক খোকন, ইত্যাদি গ্রন্থপ্রকাশ
তোরা সব জয়ধ্বনি কর Ñ আবদুল মান্নান সৈয়দ, সময় প্রকাশন
একাত্তর, যেখান থেকে শুরু Ñ হাসান ফেরদৌস, সময় প্রকাশন
শহিদ পুলিশের রক্তের ঋণ Ñ আবিদা সুলতানা, সময় প্রকাশন
ত্রিশ লক্ষ শহিদ বাহুল্য নাকি বাস্তবতা Ñ আরিফ রহমান, সময় প্রকাশন
এক অভিযুক্তের বয়ানে আগরতলা ষড়যন্ত্র মামলা Ñ মাহফুজুল বারী, সময় প্রকাশন
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা Ñ সৈয়দ মোজাম্মেল হক মিলন, মিজান পাবলিশার্স
মুক্তিযুদ্ধের রচনাসমগ্র Ñ আবুল মাল আবদুল মুহিত, মাওলা ব্রাদার্স
প্রসঙ্গ মুক্তিযুদ্ধ Ñ ড. মোরশেদ শফিউল হাসান, মাওলা ব্রাদার্স
কথা মানুষের কথা মুক্তিযুদ্ধের Ñ রণজিৎ বিশ্বাস, মাওলা ব্রাদার্স
ঢাকা ১৯৪৮-১৯৭১ Ñ মুনতাসির মামুন ও হাশেম খান সম্পাদিত, মাওলা ব্রাদার্স
মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা Ñ কাবেদুল ইসলাম, মাওলা ব্রাদার্স
বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণ : ইতিহাস ও তত্ত্ব Ñ আবদুল ওয়াহাব, মাওলা ব্রাদার্স
বাংলার মুক্তি আন্দোলন Ñ কাজী জাফরুল ইসলাম, মাওলা ব্রাদার্স
বাংলাদেশের অভ্যুত্থান Ñ সৈয়দ মাহমুদুল হাসান, মাওলা ব্রাদার্স
মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানী Ñ মো. ইবাদুল ইসলাম, মাওলা ব্রাদার্স
ষড়যন্ত্রের রাজনীতি; দুই রাষ্ট্রপতি হত্যা Ñ মুনতাসির মামুন, কাথাপ্রকাশ
এ সিক্রেট অব এ ওয়ার বেবি Ñ শাহাজাদা বসুুনিয়া, সময়
একাত্তরের একদিন Ñ কাইজার চৌধুরী, চন্দ্রদীপ
অন্তহীন ফিরে দেখা Ñ মিহির সেনগুপ্ত, দি রয়েল পাবলিশার্স
একটি দেশের খোঁজে Ñ যুবায়ের হাসান, অনিন্দ্য
যাদের দানে মুক্ত বাংলা Ñ বীরেন্দ্রনাথ রায়, ভাষাচিত্র
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম Ñ রফিকুল ইসলাম, আগামী প্রকাশনী
একাত্তরের অল্পকথা Ñ মানিক মোহাম্মদ রাজ্জাক, নালন্দা
মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের গান, মোনায়েম সরকার সম্পাদিত,  আগামী প্রকাশনী
বাংলাদেশের মুক্তিসংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক দলিল, মোনায়েম সরকার, আগামী প্রকাশনী
মুক্তিযুদ্ধের ধূসর স্মৃতি Ñ মিজোরামের শরণার্থী, তপন চক্রবর্তী, প্রতীক
অন্যরকম মা Ñ কণিকা রশীদ, অন্যপ্রকাশ
বীরশ্রেষ্ঠ Ñ আলাউল কবীর, ভাষাপ্রকাশ
মুক্তিযুদ্ধে পুলিশের ইতিহাস Ñ রহমান শেলি, ভাষাপ্রকাশ
স্মৃতিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও অন্যান্য Ñ খালেদা বেগম, মূর্ধন্য
স্বাধীনতা আমার রক্তঝরা দিন, বেগম মুশতারী শফি, মূর্ধন্য
ভারত, মুজিব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পাকিস্তান Ñ শশাঙ্ক এস ব্যানার্জী, মূর্ধন্য
মুক্তিযুদ্ধ ও আমি Ñ ইফতেখার রসুল জর্জ,  নসাস
জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার, সারওয়ার আহমেদ, গদ্যপদ্য
মুক্তিযুদ্ধের ইতিহাস Ñ আহসান সাব্বির, গদ্যপদ্য
মুক্তিযুদ্ধের গল্প Ñ মাহবুব রেজা, অনিন্দ্য

অনুবাদ
ইস্ট ইনডিয়া আমলে ঢাকা Ñ জেমস টেলর, অনু. ইমতিয়াজ হায়দার, নসাস
দর্শনের সমস্যাবলী Ñ বার্টট্রান্ড রাসেল, অনু. কুদরত-উল-ইসলাম, নসাস
কিডন্যাপ্ড Ñ অনু. সঞ্চিতা, মূর্ধন্য
দুটি মানবতাবাদী আমেরিকান নাটক Ñ অনু. জামালউদ্দিন হোসেন, মূর্ধন্য
অ্যাডগার এল্যান পো রচনাসমগ্র Ñ সমতট
দ্য টাইডস অব মেমোরী Ñ সিডনি শেলডন,  অনু. অনীশ দাস অপু, অনিন্দ্য
আই রোবট Ñ আইজাক আজিমভ, অনু. মিজানুর রহমান কল্লোল, সৃজনী
দ্য ওয়ান্ডারফুল সিক্রেট Ñ মো. মোস্তাফিজুর রহমান, ঝিঙেফুল
দি মিশন Ñ হাইনার ম্যুলার, অনু. সাইদুস সাকলায়েন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ
দূর সন্ধ্যা আর কিছু এলোমেলো মেঘ Ñ গেওগর ট্রাকলের কবিতা, অনু. অনন্ত উজ্জ্বল, গুডলাইফ পাবলিকেশনস
সেই দুঃসময়, রবার্ট পেইন, অনু. সিদ্দিকুর রহমান, অনুপম
দি ইন্ডিয়ান্স মুসলমানস Ñ অনু: আবদুল মওদুদ, মাওলা
লাউড স্পিকার Ñ সাদৎ হাসান মান্টো, অনু, মোস্তফা হারুন, মাওলা
নির্বাচিত উর্দু গল্প Ñ অনু, মোস্তফা হারুন, মাওলা
দ্য অটোবায়োগ্রাফি Ñ মহাত্মা গান্ধী, অনু. মানবর্দ্ধন পাল অক্ষর প্রকাশনী
অর্থশাস্ত্র সংক্ষিপ্ত পাঠ্যধারা Ñ ল. লেওন্তিয়েভ, অনু. মানবর্দ্ধন পাল অক্ষর প্রকাশনী
হোমারের দেশ থেকে : প্রাচীন গ্রিক কবিতা, অনু. সুমন সাজ্জাদ,  অক্ষর প্রকাশনী
আমার জন লেলন Ñ সিনথিয়া লেলন, অনু. রুদ্র আরিফ, ভাষাচিত্র
দশটি অনুবাদ নাটক Ñ শাহাদাৎ রুমন, ভাষাচিত্র
স্প্যানিশভাষী দুনিয়া ও রবীন্দ্রনাথ Ñ হোসে পাস রোদরিগেস, অনু. তরুণ কুমার ঘটক, অবসর
গাধার আত্মকথা Ñ কৃষণচন্দর, অনু, মোস্তফা হারুন, মাওলা
গাঞ্জে ফেরেশতে Ñ সাদৎ হাসান মান্টে, অনু, মোস্তফা হারুন, মাওলা
এ পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান Ñ জেমস জয়েস, অনু. সরকার আলি মনজুর, বাংলাপ্রকাশ
কায়রো ট্রিলজি Ñ নাগীব মাহফুজ, অনু. আনোয়ার হোসেন মঞ্জু, নালন্দা
ভক্ত Ñ হেনরিক ইবসেন, মাসুম রেজা, নালন্দা
মুহাম্মদ সা. Ñ মার্টিন লিংগস, অনু. ড. এমতাজ হোসেন, সৃজনী
ডেভিড কপারফিল্ড Ñ চার্লস ডিকেন্স, অনু. মিজানুর রহমান কল্লোল, সৃজনী
আঙ্কেল টমস কেবিন Ñ হ্যারিয়েট বিচার স্টো, অনু, এনায়েত রসুল, সৃজনী
দ্য প্রেসিডেন্ট ডটার Ñ জ্যাক হিগিনস, অনু. অনিশ দাস অপু, সৃজনী
লেভ টলস্টয় Ñ সেরা শিশু-কিশোর গল্প, অনু. ফজলে রাব্বী, ঝিঙেফুল
অক্টাভিও পাজ ও ডেরেক ওয়াল্কটের কবিতা Ñ অনু, অসীম সাহা, গদ্যপদ্য
টমাস ট্রান্সটমারের কবিতা Ñ অনু. সাইদুল ইসলাম, গদ্যপদ্য



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলা শেষে অমর একুশে গ্রন্থমেলা

আরও পড়ুন