বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার দক্ষিণে নবগঠিত পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপুর (ত্রিমোহনী) মুক্তিযোদ্ধা বাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। অগ্নিকান্ডের ফলে, মাকের্টের ১৪টি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
নবগঠিত পাগলা থানার ওসি চাঁন মিয়া ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছালাম আবাদ বস্ত্রবিতান অ্যান্ড কসমেটিক ও জুতার দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেনÑ সাইদুর রহমান রতনের ছালাম আবাদ বস্ত্রবিতান, ডা. রফিকুল ইসলামের ওষুধের দোকান, আলামিন মিয়ার ইলেকট্রনিক্স, সাইফুল ইসলামের টিনের দোকান, লালমিয়ার কাপড়ের দোকান, ডা. সোহেল মিয়ার ওষুধের দোকান, শাহীন মিয়ার মোবাইলের দোকান, রুহুল মিয়ার কম্পিউটারের দোকান, এখলাছ মিয়ার কাপড়ের দোকান, আবুল মিয়ার কাপড়ের দোকান, নজরুল ইসলামের মোদি দোকান, মানিক মিয়ার কাপড়ের দোকান ও বাজারের পাশে নাজিম উদ্দিনের তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অভিযোগ, ষড়যন্ত্র করে মার্কেটে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এদিকে নিগুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন খান জানান, আনুমানিক বেলা দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত অগ্রিকান্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। ভয়াবহ সর্বনাশা আগুনে ব্যবসায়ীদের চোখে অন্ধকার নেমে এসেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।