নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টানা সপ্তমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নেয়ার নিয়তিটা প্রথম লেগেই হয়তো লেখা হয়ে গেল আর্সেনালের। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আর্সেন ওয়েঙ্গারের দলকে নিয়ে শ্রেফ ছেলেখেলা করেছে বায়ার্ন মিউনিখ। ‘নির্দয়’ জার্মান প্রতিপক্ষের হাতে ৫-১ গোলে ঘায়েল হয়েছে গানাররা। খাতা কলম বলছে এখনো দ্বিতীয় লেগের খেলা বাকি। কিন্তু ঘরের মাঠ হলেও সেই সাধ্য কি আছে ওয়েঙ্গারের শিষ্যদের যে কার্লো আনচেলত্তির দলকে ন্যূনতম ৪-০ গোলে হারায়?
প্রথম আধাঘণ্টা অবশ্য সমান তালে লড়তে থাকে সফরকারীরা। আরিয়ান রোবেনের ১১ মিনিটের গোল তারা ৩০তম মিনিটে শোধও দেয় অ্যালিক্সেস সানচেসের কল্যাণে। পেনাল্টি থেকে নেয়া শট তিনবারের চেষ্টায় ম্যানুয়েল নয়্যারকে পরাস্থ করেন চিলির এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে দলের অধিনায়ক ও ডিফেন্ডার লঁরা কসিয়েনলি চোট নিয়ে উঠে গেলেই পাল্টে যায় ম্যাচের চিত্র। মাত্র দশ মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৪-১ হয়ে যায়। জোড়া গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারা, অন্যটি রবার্ট লেভান্দোভস্কির। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে দ্বিতীয় লেগের ম্যাচটি একপ্রকার অকার্যকর করে দেন বদলি স্ট্রাইকার টমাস মুলার।
মাঠে সফরকারীদের ব্যর্থতা ছিল স্পষ্ট। ৭৫ শতাংশ বলের দখল রেখে গোলমুখে যেখানে ২৪ বার শট নেয় বায়ার্ন, সেখানে মাত্র ৭ শট আর্সেনালের। রোবেন-লেভারা যেখানে নিজেদের মধ্যে বল বিনিময় করেছে ৭০৩ বার, সেখানে ওজিল-সানচেসরা পাস দেয় মাত্র ১৮৫ বার! দলের এমন দশায় কোচ ওয়েঙ্গারও পড়েছেন চাপের মুখে। খাতা-কলমে সব জায়গায় সুযোগ থাকলেও আসলে তার সামনে এখন কেবল এফএ কাপের রাস্তাই খোলা। সেখানেও ব্যর্থ হলে আবারো শিরোপাহীন মৌসুম কাটাতে হবে তাকে।
নিজেদের এই পারফর্ম্যান্স ‘বর্ণনা করা কঠিন’ বলেছের ওয়েঙ্গার। ‘তৃতীয় গোলটিই খেলা শেষ করে দিয়েছে’ উল্লেখ করে দলের ব্যর্থতা মেনে নিয়ে ফরাসি কোচ বলেন, ‘স্বীকার করতেই হবে তারা আমাদের চেয়ে ভালো দল, দ্বিতীয়ার্ধে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং আমরা আমাদের লেবেল ধরে রাখতে পারিনি।’
এক নজরে ফল
রিয়াল মাদ্রিদ ৩ : ১ নাপোলি
বায়ার্ন মিউনিখ ৫ : ১ আর্সেনাল
চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে রেকর্ড টানা ১৬ ম্যাচ জিতল বায়ার্ন মিউনিখ।
নিজেদের ইতিহাসে শেষ ষোলয় এই প্রথম ৫ গোল হজম করল আর্সেনাল।
এ নিয়ে টানা সপ্তমবার আসরের শেষ ষোল থেকে বিদায় নেয়ার পথে গানাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।