Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবুধাবিতে তামিম-মাহমুদুল্লাহ

ঢাকায় মুশফিকহীন বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্টে ঐতিহাসিক কিছুরই ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ৫ম দিনে গড়ানো একমাত্র টেস্টটি হারলেও অজেয় ভারতের বুকে কাঁপন ধরিয়েছে বলাই যায়। হায়দরাবাদ টেস্টে হার এড়াতে না পারলেও পুরা পাঁচ দিন লড়াই করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারলে ফলাফল ভিন্ন কিছু হতে পারতো। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষপর্যন্ত ২০৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রাপ্তি আর ব্যর্থতার হিসেব মেলানোর আগেই হায়দারাবাদ টেস্ট শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হায়দরাবাদ থেকে গতকাল ভোর ৬টায় কলকাতার উদ্দেশে রওয়ানা দেয় বাংলাদেশ দল। সেখান থেকে দুপুর সোয়া ২টায় ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মুশফিকহীন বাংলাদেশ। ব্যক্তিগত কাজে ভারতে আরো কিছুদিন থেকে যাবেন টেস্ট অধিনায়ক।
দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি২০ খেলতে আগামী ২৭ বা ২৮ ফেব্রæয়ারি শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই সফরকে সামনে রেখে অনুশীলন শুরু হবে আগামী ২৪ ফেব্রæয়ারি। পরপর দুটি সফরের ধকল সামলে উঠতে ক্রিকেটাররা মাঝখানে ১০ দিনের ছুটি পাচ্ছেন। তবে সেই ছুটির আমেজ নিতে পাচ্ছেন না দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামীম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। হায়দরাবাদ টেস্টের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতে যোগ দিতে পারেননি বাংলাদেশ দলের এই দুই তারকা। তবে টেস্ট শেষ করে সেখান থেকেই দুদিন আগে পর্দা উঠা এ আসরে খেলতে আরব আমিরাত উড়ে গেছেন তারা। টেস্ট শেষে ওই দিনই সন্ধ্যায় আবুধাবির বিমান ধরেছেন দু’জন। তামীম-রিয়াদ যোগ দেয়ায় পিএসএলের প্রতি আকর্ষণ কাজ করবে বাংলাদেশি দর্শকদের। পাশাপাশি দলের শক্তিও বাড়বে। সতীর্থদের সাথে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পরিবারের টানেই দলের সঙ্গে দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন দুই বন্ধু সাকিব ও তামীম। আর মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন কোয়েটা গøাডিয়েটর্সে। সাকিব ও তামিম আগে খেললেও এবারই প্রথম খেলছেন মাহমুদউল্লাহ। তবে গত আসরে খেলেছিলেন মুশফিকুর রহিমও। নিলামের সময় দুই তারকা ক্রিকেটারকেই দলভুক্ত করে নিজেদের শক্তিমত্তা বাড়িয়েছে পেশোয়ার জালমি। তবে সাকিব-তামিম-রিয়াদের কেউই পিএসএলের বাকি সবগুলো ম্যাচ খেলতে পারবেন না। শ্রীলঙ্কা সফরের জন্য এই মাসের শেষেই দ্বীপদেশটিতে উড়াল দেবে টাইগাররা। সেজন্য পিএসএল অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হবে এই তিন ক্রিকেটারকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ