নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ঢাল নেই-তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো ভুমিকায়ই যেনো আসরজুড়ে অবতীর্ন হতে হয়েছে মাহমুদুল্লাহকে। শেষ ওভার থ্রিলারে বোলিং করে অবিশ্বাস্যভাবে ২ ম্যাচ জিতিয়েছেন একাই। ঘুরে-ফিরে ১৯ ক্রিকেটার করেছেন ব্যাটিং মাহামুদুল্লাহ’র ২টি ফিফটির পাশে কারো কোন ফিফটি নেই! ১২৭ চেজ করতে নেমে হার, ৪৪ রানে অল আউটের মতো লজ্জাও সঙ্গী দলটির। শুরু থেকেই ব্যাটিংটা ছিল দূর্ভাবনার কারণ। বোলিং দিয়ে লড়াই করে কোয়ালিফাইয়ার পর্যন্ত উঠতে পেরেছে দলটি মূলত: অধিনায়ক মাহমুদুল্লাহ’র অল রাউন্ড পারফরমেন্সেই। ৩৯৭ রানের পাশে ১০ উইকেট। বোলিংয়ে জুনায়েদ খান (২০ উইকেট), শফিউল (১৮ উইকেট), কুপার ও মোশারফ রুবেল (১১ উইকেট) ভরসা দিলেও রান সংগ্রহে দ্বিতীয় সেরা যে মাহমুদুল্লাহ’র চেয়ে ১৯৩ রান পিছিয়ে! ফাইনালের স্বপ্নভঙ্গের বেদনায় তাই দলের ব্যাটিং হতাশাটাই উঠে এলো মাহমুদুল্লাহ’র কণ্ঠে ‘হতাশ তো অনেক আগে থেকেই। কারণ ব্যাটসম্যানরা ঠিক মত দায়িত্ব পালন করতে পারেনি। কয়দিন বোলাররা ছোট ছোট সংগ্রহ নিয়ে ডিফেন্ড করে ম্যাচ জেতাবে?’
প্রথম পর্বের হার্ডল পেরিয়ে সেরা ২ এ থেকে কোয়ালিফাইয়ারে অবতীর্ন হয়ে, ঢাকা এবং রাজশাহীর কাছে হেরেও কষ্ট পাচ্ছেন না খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ ‘পারফরমেন্স যা ই হোক না কেন, আমাদের দল নিয়ে আমি গর্বিত। যেভাবে আমরা খেলেছি, আমাদের দলটা যেমন ছিল, সেদিক থেকে আমি বলবো আমরা খুব ভালো ক্রিকেটই খেলেছি। ব্যাটিংটা ভালো হলে আরও ভালো কিছু হতে পারতো। দুর্ভাগ্যবশত হয়নি। এর চেয়ে বেশি হয়তো আশা করা ঠিক হতোনা। তারপর চেষ্টা করেছি আমার দিক থেকে দলকে উজ্জীবিত রাখা যায়, হয়তো ঠিক মত পারিনি, তবে চেষ্টাটা ছিল।’ যেভাবে নিজেকে ধরেছেন মেলে, তাতে নিজের পারফরমেন্সেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না মাহমুদুল্লাহ ‘আমি যদি পারফরম করি আমার সতীর্থরাই আমাকে সাহায্য করে। তাই সবসময়ই কৃতিত্ব আমার সতীর্থদেরই। আর হারলে সম্মানহানি হয় আমার দলেরই। এটা ঠিক, আমাদের দল এবার যেমন ছিল খুব ভালো কিছু হৃদয়ের খেলোয়াড় ছিল যারা দলের জন্য জান-প্রাণ দিয়ে খেলতে চায়। এর জন্যই এতদূর আসতে পেরেছি। সেমিফাইনাল খেলেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।