Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুর্নামেন্ট সেরা মাহমুদুল্লাহ

সর্বোচ্চ রান তামীমের, উইকেট ব্রাভোর

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আর মাত্র ১০টি রান করতে পারলে ছাড়িয়ে যেতেন বিপিএল ওয়ান এ বরিশাল বার্নার্সের পাকিস্তান টপ অর্ডার আহমেদ শেহজাদকে (৪৮৬ রান)। বিপিএলের এক আসরে রেকর্ড ৬টি ফিফটিতে এক আসরে ৫শ’ পূর্ণ করার সুযোগও যে হাতছাড়া করেছেন তামীম (৪৭৮ রান)। তার পেছনে আছেন মাহামুদুল্লাহ (৩৯৬ রান)। শেষ ম্যাচে ৪শ’ পূর্ণ করতে রাজশাহী কিংসের সাব্বিরের দরকার যেখানে ৪৯ রান, সেখানে ঢাকা ডায়নামাইটস ওপেনার মেহেদী মারুফের প্রয়োজন ৬১ রান। তবে তামীমের পাশে ৪শ’র ক্লাবে পৌছুতে পারেননি কেউ। এক আসরে উইকেট শিকারে কেভন কুপারের ২২টি শিকার ছিল বিপিএলে সর্বোচ্চ। সেই রেকর্ড টপকে যেতে পারেননি ডুয়াইন ব্রাভো। গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আবু হায়দার রনির মতো ২১ উইকেটে বিপিএলের এই আসর শেষ করেছেন ঢাকা ডায়নামাইটসের এই পেস বোলার। আসরের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ারের লড়াইয়ে মাহামুদুল্লাহ’র (৩৯৬ রানও ১০ উইকেট) সঙ্গে লড়াইয়ে ছিলেন চিটাগাং ভাইকিংসের আফগান অল রাউন্ডার মোহাম্মদ নবী (২৩০ রানের পাশে পেয়েছেন ১৯ উইকেট)। তিন তিনবার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভুষিত হওয়া ইংলিশ অল রাউন্ডার রাজশাহী কিংসের সামিট প্যাটেল (২৮৮ রানও ১১ উইকেট)। আছেন দলটির অধিনায়ক ড্যারেন স্যামীও (২৭৬ রানও ৫ উইকেট)। বিপিএলের প্রথম ২ আসরের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার সাকিবকেও রাখতে হয়েছে বিবেচনায় (২২৬ রান এবং ১৩ উইকেট)। তবে খুলনা টাইটান্সকে একাই কোয়ালিফাইয়ার পর্যন্ত টেনে তোলা মাহামুদুল্লাহ’র ২ ম্যাচে শেষ ওভার থ্রিলারে ম্যাচ উইনিং বোলিং এবং অল রাউন্ড পারফরমেন্স হয়েছে বিবেচ্য। সাকিব, আসহার জাইদির পর বিপিএল সেরা পারফরমারের স্বীকৃতি পেলেন মাহামুদুল্লাহ।



 

Show all comments
  • Jubayer Ahmed ১০ ডিসেম্বর, ২০১৬, ১:৩৭ পিএম says : 0
    our future captain
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদুল্লাহ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ