Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর ও দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে কক্সবাজারে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজারসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করে হাতিয়ার ঠেঙ্গারচরে দ্রুত স্থানান্তরের দাবিতে গতকাল কক্সবাজারে মানববন্ধন করেছে পিপলস ফোরাম নামের একটি সংগঠন। মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে কক্সবাজার পিপলস ফোরাম।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজার পিপলস ফোরামের সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে সদস্যরা জেলা প্রশাসকের কাছে যান। জেলা প্রশাসক না থাকায় তাঁর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান তাদের স্মারকলিপিটি গ্রহণ করেন। এর আগে কক্সবাজার পিপলস ফোরামের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কয়েক’শ সচেতন নগরবাসী।
সংগঠনের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন শেখ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কানন পাল, অ্যাডভোকেট অরূপ বড়–য়া তপু, নির্বাহী সদস্য যথাক্রমে মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, প্রবীর বড়–য়া, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল মজিদ, সাংগঠনিক স¤পাদক ইব্রাহিম খলিল মামুন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ