Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শক মাতালেন জেলা প্রশাসক টাঙ্গাইলে গানে সাজে বসন্তকে বরণ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : ‘সব সখিরে পার করিতে’ ‘বকুল ফুল বকুল ফুল’ এমন অনেক গানের শ্রুতি মাধুর্যে দর্শকদের আনন্দে মাতালেন টাঙ্গাইলের সংস্কৃতিমনা জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। গতকাল সোমবার ‘মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়’ আয়োজিত ‘বসন্ত বরণ উৎসব-১৪২৩’ অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের আকর্ষণীয় সাজ, গানের সুরে নৃত্যের ছন্দে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। তিনি বলেন, টাঙ্গাইলকে বলা হয় সাংস্কৃতিক নগরী। সারা বছরই এখানে সংস্কৃতির চর্চা হয়। এখানে আসার পর থেকে যৌবনের উচ্ছ¡লতা ফিরে পাই। চেষ্টা করি নিজেকে তুলে ধরতে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজের সংস্কৃতিকে বুকে ধারণ করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে এবং দেশকে বিশ্বের কাছে নতুনভাবে তুলে ধরা সম্ভব।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট আলমগীর খান মেনু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সিরাজুল হক আলমগীর, তরুণ ইউসুফসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অপরদিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ উপলক্ষে শোভাযাত্রা, রং ছিটানো, ফুলের শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। শহরের বিনোদনস্থল ‘ডিসি লেক শিশু পার্ক’ ও বিভিন্ন ফুলের দোকানগুলোতে উপচে পড়া ক্রেতা ও বিনোদনপ্রেমীদের ভিড়। বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে আয়োজন করা হয় পিঠা উৎসব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শক

১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ