Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে বই প্রকাশনা অনুষ্ঠান গবেষণা ও সাহিত্য উন্নত জীবনের পাথেয়

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ‘কবিতা সুন্দর জীবন, প্রেম ও মৈত্রীর দিগন্তকে উন্মোচিত করে। আর গবেষণা মানব চেতনা বিকাশের মাধ্যমে উন্নত জীবনের পাথেয় হিসেবে কাজ করে। সাহিত্য ও গবেষণা উন্নত জীবনের পথে আগামী প্রজন্মকে পথ দেখাবে’। অমর একুশে অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখক-কবি-গবেষকদের গ্রন্থ প্রকাশনাকালে চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী একথা বলেন।
অনুষ্ঠানে চবি রাজনীতি বিজ্ঞানের প্রফেসর ড. মাহফুজ পারভেজের কবিতাগ্রন্থ ‘মানববংশের অলংকার’ এবং সমাজবিজ্ঞানের প্রফেসর ড. এএফ ইমাম আলি ও প্রফেসর ড. মিজানুর রহমান মিয়া রচিত ‘বাংলাদেশের খ্রিস্টান স¤প্রদায়ের মধ্যে অসাম্য’ শীর্ষক গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আশির দশকের অন্যতম জনপ্রিয় কবি মাহফুজ পারভেজের কবিতায় প্রেম-ভালবাসা, বিরহ, দ্রোহ, মানবপ্রেম ও সম্প্রীতির চির অমলিন মর্মবাণী উচ্চকিত হয়ে এসেছে।
এ সময় লেখক-কবি ছাড়াও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, সমাজতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ ওবায়দুল করিম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা ও কানাডাস্থ চবি এলামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইলিয়াছ চৌধুরী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ