Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাদক ব্যবসা ও ব্যবহার বেড়েছে ডিসি

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মাদকের ব্যবসা ও ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সামসুল আরেফিন। গতকাল (রোববার) মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন। মাদকের ব্যবহার বাড়ার পেছনে অভিভাবকদের নজরদারির অভাবকে দায়ী করেন তিনি।
সামসুল আরেফিন বলেন, একটি দেশের তরুণ ও যুব সমাজ মাদক গ্রহণে জড়িয়ে পড়লে কখনো কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। অভিভাবকদের নজরদারির অভাবে তরুণরা বিপথগামী হয়ে উঠেছে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মাদকের ব্যবসা ও ব্যবহার দুটোই বেড়েছে। মাদকের ব্যবহার ও ব্যবসা রোধে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম মহানগরী মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ নেতা অ্যাডভোকেট নিতাই দাস ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ