Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজানরত ইমামকে হত্যায় আটক ঘাতক কারাগারে

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মতলব দক্ষিণে নিহত মসজিদের ইমাম মাওলানা ফজলুল হককে ময়না তদন্তের পর গত শুক্রবার রাতে মতলব নিউ হোস্টেল মাঠে জানাযা শেষে দশপাড়া নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় নিহত মাওলানা ফজলুল হকের দ্বিতীয় কন্যা কুলসুমার স্বামী দেলোয়ার হোসেন বাদী হয়ে ঘাতক বিপ্লবকে প্রধান আসামী করে শুক্রবার হত্যা মামলাটি দায়ের করেন। ওই মামলার আটক প্রধান আসামী বিপ্লবকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
বৃহস্পতিবার জোহর নামাজের আজানরত অবস্থায় দশপাড়া কাশেম পাগলা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হককে পিছন থেকে লাঠিসোঁটা দিয়ে এলাপাথাড়ি আঘাত করে মাদকসেবী বিপ্লব। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত যখম অবস্থায় ইমামকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় এলাকাবাসী ঘাতককে আটক করে মতলব দক্ষিণ থানা পুলিশে সোপর্দ করে।
নিহত মাওলানা ফজলুল হকের মেয়ে নাসিমা বলেন, বিপ্লব এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের সাথে জড়িত। কি কারণে আমার বাবাকে হত্যা করেছে বলতে পারবো না। তবে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে তারা জামেলা করেছিল।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন জানান, নিহতের মেয়ের জামাতা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় বিপ্লবকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা করেছে। আটক বিপ্লবকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগার

৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ