Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় মহাসড়কে অবৈধ যানে চাঁদাবাজি

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : মহাসড়কে নসিমন করিমন ইঞ্জিনভ্যান ইজিবাইক থ্রিহুলার বন্ধের নামে কলারোয়ায় চাঁদাবাজি শুরু হয়েছে। এলাকাবাসি, পথচারী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইকোর্ট এসব যানবাহন বন্ধের ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ বাস্তবায়নে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ নেয়ার কথা জানা যায় নি। তবে কলারোয়া থেকে সাতক্ষীরায় বাসে দাঁড়িয়ে যাওয়া বিড়ম্বনা এড়াতে বহু মানুষ টেম্পু বা থ্রিহুইলারে যাতায়াত করে থাকে। এতে বাসে যাত্রীর সংখ্যা হ্রাসে আয় কমে যাওয়ায় ক্ষুব্ধ বাস ও মিনিবাস মালিক সমিতি। ক্ষুব্ধ বাস ও মিনিবাস মালিক সমিতি হাইকোর্টের নির্দেশকে পুঁজি করে মহাসড়কে অবৈধ যানবাহনগুলো বন্ধ করতে রাস্তায় লোক নিয়োগ করেছে। সরেজমিন দেখা যায়, জোনাকী সিনেমা হল সংলগ্ন মুরারীকাটি মোড়ে ৪/৫ জন লোক দাঁড়িয়ে থ্রিহুইলার, ইজিবাইক, টেম্পু থামিয়ে যাত্রীদের রাস্তায় নামতে বাধ্য করছে। আবার কোন কোন অবৈধ যান থামার পরে চালকরা মালিক সমিতি নিয়োজিত লোকের সংগে কানাঘুষা করে হাতে হাত দিয়ে কিছু একটা লেনদেন করে চলে যাচ্ছে। এভাবে সারাদিন শত শত অবৈধ যান থামিয়ে মুরারিকাটি মোড় ও আমানুল্যাহ কলেজ মোড়ে চাঁদাবাজি চলছে। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক থ্রিহুইলার মালিক জানায়, মহাসড়ক ছাড়াও উপজেলা অভ্যন্তরীণ রুট কলারোয়া-চান্দুড়িয়া এবং কলারোয়া-সরসকাটি সড়কে চলাচলরত থ্রিহুইলার চালকদের বাস ও মিনিবাস মালিক সমিতিকে মাসোহারা দিতে হচ্ছে। এভাবে অবৈধ চাঁদা পরিশোধ করতে যেয়ে কলারোয়া থেকে সোনাবাড়িয়ার ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ১৫ টাকা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসড়ক

২৮ ডিসেম্বর, ২০২২
২১ ডিসেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ