Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাতে আয়োজিত হচ্ছে বিশেষ লাইভ কনসার্ট ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’। নতুন বছরের সবচেয়ে বড় এ আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রæয়ারি, মঙ্গলবার বিকাল তিনটা থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায়। কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল.আর.বি, ইন্ডিয়ান আইডল সিজন-৪ এর তোরসা সরকার, কলকাতার অর্ক মুখার্জী, হৃদয় খান, ঐশি ও ব্যান্ড ডাকঘর তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। বর্ণাঢ্য এ কনসার্ট আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান ‘ইভেন্টেলস লিমিটেড’। কনসার্টের সার্বিক বিষয়ে ইভেন্টেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়–য়া জানান, ‘আমরা সবাই সংগীতপ্রিয় মানুষ। আমাদের রক্তে মিশে আছে গানের সুর। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে সাথে নিয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতেই এ আয়োজন। কনসার্টে বাংলাদেশের পাশাপাশি ভারতের দু’জন জনপ্রিয় সংগীতশিল্পী দর্শকদের সরাসরি গান গেয়ে শুনাবেন।’ কনসার্টের গণমাধ্যম যোগাযোগ ব্যবস্থাপনা করছে ‘ইনসাইট কমিউনিকেশন’। এই বিষয়ে ইনসাইট কমিউনিকেশন এর চীফ আপারেশন ডিরেক্টর মো. সজীব উদ্দিন সরকার জানান, আমরা বরাবরই সৃজনশীল যে কোন কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। তাই ইভেন্টেলস লিমিটেড আয়োজিত ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’ কনসার্টটিতে গণমাধ্যমের অংশগ্রহণের বিষয়ে জোর দৃষ্টি রেখেছি। আশাকরি, সবার সহযোগিতা নিয়ে আমরা এ আয়োজনটি সফল করতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যালেন্টাইন

১৪ ফেব্রুয়ারি, ২০২১
১৫ ফেব্রুয়ারি, ২০২০
১৩ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ