Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ শৈত্যপ্রবাহের কারণে ভ্যালেন্টাইনস ডে ঘরেই কাটাল নিউইয়র্কবাসী

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভ্যালেন্টাইনস ডে ঘরেই কাটালো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অধিবাসীরা। স্মরণকালের ভয়াবহ শৈত্যপ্রবাহের কারণে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে জনগণকে। এ কারণে বিষাদে পরিণত হয় ভ্যালেন্টাইনস ডে’র আমেজ। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে রেস্তোরাঁগুলোর পক্ষ থেকে ভালোবাসা দিবসের মেন্যু বাতিল করার ঘোষণাও দেয়া হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন ফুল ব্যবসায়ীরা। কারণ, ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে তারা প্রচুর ফুল জোগাড় করেছিলেন। শীতের কারণে মানুষ ঘর থেকে বেরুতে না পারার কারণে সেসব ফুলের একটা বড় অংশ অবিক্রীত থেকে যাবে। নিউ ইয়র্কে এ দিন কমপক্ষে ২৫ কোটি গোলাপ বিক্রি হয় বলে বিক্রেতারা জানান। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো গত শনিবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় আবহাওয়া দফতরের বরাত দিয়ে জানান, এখন থেকে রোববার পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কের ২০ থেকে ২৫ ডিগ্রি ফারেনহাইট নিচে থাকবে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যান। কর্মস্থলে হিটিং মেশিন আছে কি না- তা নিশ্চিত হয়ে পর্যাপ্ত গরম কাপড় পরে যেতে হবে। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ভ্যালেন্টাইনস ডে’তে ৩৭ দশমিক ৮ শতাংশ মার্কিনীই ফুল কেনেন। এ বাবদ ব্যয় হয় ২১০ কোটি ডলার। এর বাইরে ছিল রেস্তোরাঁ ও গাড়ির জ্বালানি ব্যয়। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার যোসেফ ইসপসিটো বলেন, সাম্প্রতিক সময়ের ভয়াবহতম এ শৈত্যপ্রবাহের সময় বয়স্ক এবং শিশুদের অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করা উচিত। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভয়াবহ শৈত্যপ্রবাহের কারণে ভ্যালেন্টাইনস ডে ঘরেই কাটাল নিউইয়র্কবাসী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ