প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মিজানুর রহমান আরিয়ান নির্মান করেছেন নাটক ‘চারুর বিয়ে’। এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন জুটি। অন্যান্য চরিত্রে আছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ। আরিয়ান জানান, নাটকটির শুটিং ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে। নাটটটি মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। সূত্রটা হচ্ছে চারু নামে এক তরুণীর বিয়ের আংটিবদলের মধ্যদিয়ে। চারু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। নাট্যকার নাজিয়া হাসান অদিতি জানান, নাটকের জন্য এটি তার লেখা দ্বিতীয় গল্প। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘গানের পাশাপাশি এখন আমরা নাটক প্রযোজনা শুরু করেছি। ফলে গানের মতো নাটকেও ভালো কিছু উপহার দিতে চাই। ‘চারুর বিয়ে’ এমনই একটা কাজ, যেখানে ভালো গল্প, মেধাবী নির্মাতা আর সৎ অভিনয়শিল্পীদের অপূর্ব সমন্বয় রয়েছে। সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি উন্মুক্ত হবে ‘চারুর বিয়ে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।