Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নামের তালিকা খাদ্য দপ্তরে জমা না দেয়ায় বিপাকে খাদ্য নিয়ন্ত্রক

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুরে সরকারি কর্মকর্তাদের অবহেলায় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের নামের তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা না দেয়ায় বিপাকে পড়েছে খাদ্য নিয়ন্ত্রক। জানা যায়, গত ২০১১-১৩ সালের ফেব্রæয়ারী মাস পর্যন্ত ১৪০১ কর্মচারীকে ফেয়ার প্রাইজ চাল বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে চালের দর বেশি থাকায় সরকার উত্তোলন বা চাল বিতরণ বন্ধ রাখে। ২০১৭ সালে হালনাগাদ তালিকা প্রণয়নের জন্য নতুন করে চাল উত্তোলন বিলি করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের নামের তালিকা চেয়ে পত্র পাঠায়। পত্র পাঠালে মাত্র সাড়ে তিনশ’ ভোক্তার তালিকা পেয়েছে খাদ্য নিয়ন্ত্রক। গতকাল (বৃহস্পতিবার) এই প্রতিবেদক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল ব্যাপারির মুখোমুখি হলে তিনি জানান, বিভিন্ন দপ্তরে পত্র দেওয়ার পরও ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের পূর্ণ তালিকা পাওয়া যায়নি। উপজেলার ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের ফেয়ার প্রাইস চাল পার্বতীপুর উপজেলাসহ আশপাশের কোন উপজেলায় শুরু হয়নি। আমি পার্বতীপুর উপজেলার পূর্ণাঙ্গ তালিকা পেলেই ফেয়ার প্রাইস চাল ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে প্রতি কেজি ১৫ টাকা হিসাবে বিতরণ করবো। পার্বতীপুর উপজেলার একজন ফেয়ার প্রাইস ডিলার পূর্বেই নিয়োগ দেয়া হয়েছে। ফেয়ার প্রাইজ আওতায় ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী ছাড়া কোন সংস্থা এর আওতায় পড়বে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পার্বতী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ