রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
আজ শনিবার চতুর্থ ধাপে পার্বতীপুরে ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পার্বতীপুরের ইউপি নির্বাচনে ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৪৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বেলাইচ-ী, চ-ীপুর, মন্মথপুর, মমিনপুর, মোস্তফাপুর ও হরিরামপুর ইউনিয়নের দিকে বিশেষ নজর রাখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পার্বতীপুর মডেল থানা সূত্র জানায়, পার্বতীপুরের ৮ ইউনিয়নে আপাতত ৪৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতীত এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে কেন্দ্রগুলোতে। পার্বতীপুর উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে কোনো রকমের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। উল্লেখ্য, পৌরসভার সঙ্গে সীমানা প্রাচীর নিয়ে জটিলতা থাকায় উপজেলার ১০টি ইউপির মধ্যে দুটি ইউনিয়ন ৩ নম্বর রামপুর ও ৪ নম্বর পলাশবাড়ী ইউপি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী শহরে এবং গ্রামগঞ্জে টহল দিচ্ছে। কোনো রকম বিশৃঙ্খলা ঘটলে প্রশাসন অ্যাকশনে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।