Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পার্বতীপুরে র‌্যালি

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাঁওতাল বিদ্রোহী ১৯৫৫-৫৬ সালে ‘সিধু কানুর’ নেতৃত্বে জীবনমরণ বাঁজি রেখে আদিবাসী জাতিসহ বিভিন্ন পর্যায়ে মানুষেরা অংশ নেয়। এ উপলক্ষে সাঁওতাল বিদ্রোহী ১৬১তম বর্ষপূতি উপলক্ষে ‘সমতল আদিবাসীদের ভূমি সুরক্ষায় চাই সাংস্কৃতি অঙ্গীকার’ শিরোনামে পার্বতীপুর প্রধান প্রধান সড়ক র‌্যালি প্রদক্ষিণ করে। র‌্যালি প্রদক্ষিণ পার্বতীপুর পৌর অডিটরিয়ামে সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা পার্বতীপুর-ফুলবাড়ী-চিরিরবন্দরসহ বৃহত্তর দিনাজপুর জেলার আদিবাসীদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদের ও হামলার প্রতিবাদ জানান আদিবাসী নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমেশ হাসদা সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ, পার্বতীপুর। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন, নীলকান্ত মহন্ত, পূজা উৎযাপন পরিষদ ও জাসদ নেতা হাফিজুর রহমান কাজল আলেকজান্ডার হাসদা সাধারণ সম্পাদক আদিবাসী পরিষদ, নরেন পাহান সাধারণ সম্পাদক যুব পরিষদ, বাসন্তি মূম্যু সভানেত্রী আদিবাসী নারী পরিষদ, হোপনা কিস্কু সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ ফুলবাড়ী ও যোসেফ হেমব্রম প্রমুখ। আলেকজান্ডার সরকারের ও জনগনের দৃষ্টি আকর্ষণের জন্য ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহী ৯ দফা দাবি পাঠ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পার্বতীপুরে র‌্যালি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ