গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর রাস্তা ও ফুটপাথে দোকান বসিয়ে হকারদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে লাইনম্যান নামধারী ৭২ চাঁদাবাজের নামে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার শাহবাগ, পল্টন ও মতিঝিল থানায় এ মামলা করা হয়। এর মধ্যে মতিঝিল থানায় ১৬ জন, শাহবাগ থানায় ৭ জন এবং পল্টন থানায় ৪৯ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়।
ডিএসসিসির অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল নগরীর রাস্তা ও ফুটপাথ দখল করে দীর্ঘ দিন ধরে অবৈধ দোকান বসিয়ে ওই সব দোকানদারের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। বিষয়টি জানতে পেরে সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করলেও কিছুদিনের মধ্যেই আবার রাস্তা-ফুটপাথ দখল করে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে।
হকারদের পুনর্বাসনের আন্দোলন চলার মধ্যে গুলিস্তান ও মতিঝিল এলাকার ফুটপাথ-সড়কে অবৈধ দোকান বসিয়ে তা থেকে চাঁদাবাজি করার অভিযোগে ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির সহকারী সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ সামছুল আলম বাদি হয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও শাহবাগ থানায় আলাদাভাবে এ তিনটি মামলা করেন।
মামলার বিষয়ে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, সব ধরনের অপরাধীকে আমরা আইনের আওতায় এনে বিচার করতে চাই। আমরা ৭২ জন চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করেছি। আইনগত পদক্ষেপ নেয়া শুরু করেছি।
মতিঝিল থানায় করা মামলায় এক নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ সাইফুল ইসলামকে। ঠিকানা দেয়া হয়েছে বগারপাড়, থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর। বর্তমান ঠিকানা দেয়া হয়েছে- ১২৮১ পূর্ব জুরাইন, ঢাকা। শাহবাগ থানার মামলায় প্রধান আসামি করা হয়েছে শাহজাহান ওরফে লম্বু শাহজাহানকে। ঠিকানা বাড়ুইগাঁও, শ্রীনগর, মুন্সিগঞ্জ। পল্টন থানার মামলায় প্রধান আসামি করা হয়েছে হারুন ওরফে লম্বু হারুনকে। তার ঠিকানা দেয়া হয়েছে ডহিরন তাপসি, থানা ও জেলা মুন্সিগঞ্জ। যানবাহন ও পথচারী চলাচল নির্বিঘœ করতে রাজধানীর গুলিস্তান-মতিঝিলের ফুটপাথ ও সড়কে হকার বসা বন্ধ করতে মধ্য জানুয়ারিতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালায় ডিএসসিসি। এর প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে সেই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন উচ্ছেদ হওয়া হকাররা। ডিএসসিসি মেয়রের বিরুদ্ধে নালিশ করতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুমকিও দিয়েছেন তারা। হকারদের সেই আন্দোলন চলার মধ্যে রাস্তা ও ফুটপাথ দখল করে অবৈধ স্থাপনা তৈরি ও তা থেকে চাঁদা আদায়ের অভিযোগে এই ৭২ জনের বিরুদ্ধে তিনটি মামলা করল সিটি কর্পোরেশন।
বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন এবং হকার্স পুনর্বাসন কমিটির সদস্য ও বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাশেমের সরবরাহকৃত তথ্য ও প্রমাণের আলোকে ওই ৭২ জনের বিরুদ্ধে মামলা করা হয় বলে এজাহারে জানানো হয়। এতে বলা হয়, আসামিরা রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, বায়তুল মোকাররম, ফুলবাড়িয়া এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা প্রতিদিন প্রতিটি দোকান থেকে ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে।
এই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময় তাদের দ্বারা লাঞ্ছনার শিকার হতে হয়েছে। চক্রটি বর্তমানেও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করা হয়। চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় একটি মহল সড়ক ও ফুটপাথের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান বন্ধ করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, যাদের স্বার্থে আঘাত লেগেছে, তারা এটাকে ব্যাহত করতে চাচ্ছে। তারা বিভিন্ন জায়গা থেকে হকার নামধারী লোকদের টাকা দিয়ে এনে মিছিল করাচ্ছে। এটাকে ব্যাহত করার চেষ্টা করছে। এর সঙ্গে কিছু রাজনৈতিক নামধারী লোকও রয়েছে। চাঁদাবাজদের বয়কট করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান মেয়র সাঈদ খোকন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।