নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৮৫ রানের অতিদানবীয় ইনিংস উপহার দিলেন ফাফ ডু প্লেসি। এরপরও নিশ্চয় মাত্র তিন রানের আক্ষেপে পুড়ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। তাহলেই যে দেশের হয়ে ২১ বছর আগে গড়া গ্যারি কার্স্টেনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডে ভাগ বসাতে পারতেন। তবে কেপটাউনে ব্যক্তিগত সর্বোচ্চ এখন ডু প্লেসিরই। ক’মাস আগে এই মাঠেই সর্বোচ্চ ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার।
ব্যাটিং রেকর্ড নিয়ে ঘাটাঘাটি মানে বোলারদের যে দুর্দিন তা না বললেও চলে। ১৪১ বলে ১৬টি চার ও ৩ ছয়ে নিজের ইনিংসটি সাজান ডু প্লেসি। দলীয় ৩ রানে হাশিম আমলা ফেরার পর কুইন্টন ডি কককে (৫৩) নিয়ে ১০০, এবি ডি ভিলিয়ার্সকে (৬৪) নিয়ে ১৩৭, জেপি ডুমিনিকে নিয়ে ৪৭ ও ফারহার বেহার্ডিনের (৩৬*) সাথে ৭৪ রানের জুটি গড়েন ডু প্লেসি। সচিথ পাথিরানা ৫৫ রানে নেন ২ উইকেট। ২ উইকেট নেন লাহিরু কুমারাও, এজন্য অবশ্য ৭ ওভারে তাকে গুনতে হয় ৭৩ রান। এই রিপোর্ট লেখার সময় চলছিল ইনিংস বিরতি। ৫ ম্যাচের সিরিজ ইতোমধ্যে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে প্রটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে শ্রীলঙ্কাও। রিপোর্টটি লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) ৯ ওভার শেষে কোন উইকেটা না হারিয়ে ৯২ রান তোলে লঙ্কানরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।