Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিভিন্ন বাহিনীর পোশাকসদৃশ কাপড় জব্দ করেছে র‌্যাব

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর টেরিবাজার এলাকা থেকে সামরিক ও আধাসামরিক বাহিনীর পোশাকের সদৃশ বিপুল পরিমাণ কাপড় জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল (রোববার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে চারটি দোকান থেকে প্রায় পাঁচ হাজার গজ কাপড় জব্দের পাশাপাশি এক লাখ ৬০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান জানান, অভিযানে ইউনিক ফেব্রিকস, বাগদাদ ক্লথ স্টোর, মহরম ক্লথ স্টোর ও তাহের ক্লথ স্টোর থেকে মোট চার হাজার ৯৩৬ গজ কাপড় জব্দ করা হয়েছে।
পাশাপাশি কাপড়গুলো বিক্রির অপরাধে ইউনিক ফেব্রিকস ও বাগদাদ ক্লথ স্টোরকে ৫০ হাজার টাকা করে এবং মহরম ক্লথ স্টোর ও তাহের ক্লথ স্টোরকে ২০ হাজার ও ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেজর সুদীপ্ত শাহীন বলেন, পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এসব কাপড় সংগ্রহ করে। এ তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
র‌্যাব কর্মকর্তা শাহীন বলেন, সেনাবাহিনী, বিজিবি, এবিপিএন, আনসার বাহিনীর পোশাকের কাপড়ের সদৃশ এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিক্রি নিষিদ্ধ। তবে ব্যবসায়ীদের দাবি এ ধরনের কাপড়গুলো বিক্রি নিষিদ্ধ বলে তাদের কাছে কোনো তথ্য নেই।
বাগদাদ ক্লথ স্টোরের মালিক মোস্তফা কামাল জানান, দেশীয় বিভিন্ন টেক্সটাইল মিলে কাপড়গুলো তৈরি করা হয়। ঢাকার বৃহৎ কাপড়ের বাজার ইসলামপুর থেকে কাপড়গুলো তারা সংগ্রহ করেন। লেপ-তোষক তৈরিতে কাপড়গুলো ব্যবহার করা হয় বলে জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ