Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি শেষ, অপেক্ষা শুরুর

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রোলবল বিশ্বকাপ আয়োজনের সব প্রস্তুতি শেষ। এখন অপেক্ষা আসর শুরুর। আগামী ১৭ ফেব্রæয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চতুর্থ রোলবল বিশ্বকাপ। দেশের রোলবল ইতিহাসে সবচেয়ে বড় এ আয়োজনকে সামনে রেখে পল্টন ময়দান সংলগ্ন নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক রোলার স্কেটিং কমপ্লেক্স। যার কাজ প্রায় শেষ। নতুন এই কমপ্লেক্স ছাড়াও বিশ্বকাপের খেলা হবে ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বৃহৎ এ আসরের। তিনি নিজেই এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছেন। সাতদিনের রোলবল বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশসহ ৩৮টি দেশের ছয় শতাধিক ক্রীড়াবিদ অংশ নেবেন। আয়োজনকে সামনে রেখে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন নিরলস কাজ করে যাচ্ছে। তারা অংশ নেয়া স্থানীয় ও বিদেশি দলগুলোর খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা করেছে রাজধানীর ক্রীড়াঙ্গনের ছয়টি ডরমেটরিতে। এগুলো হলোÑ মিরপুর ক্রীড়া পল্লী, মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হকি স্টেডিয়াম, শুটিং ফেডারেশন ও মেয়েদের জন্য সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স।
ভারতের পুনেতে শেষ হওয়া গেল বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিয়েছিল। ওই আসরে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তমস্থানে। এবার ঘরের মাটিতে আরও ভালো ফলাফল আশা করছেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার আরো ভালো কিছু করে দেখানোর আশা আছে আমাদের। বাংলাদেশ দল দীর্ঘ অনুশীলনের মধ্যে রয়েছে। প্রধান কোচ আশরাফুল আলম মাসুম ও তিন ভারতীয় কোচের অধীনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রস্তুতি সারছে তারা। আমার ধারণা, এবারের আসরে খুব ভালো করবে বাংলাদেশ দল।’
আয়োজনকে সাফল্যমÐিত করে তুলতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে এবং খেলোয়াড়দের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থাসহ নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থাও থাকছে বলে জানান আহমেদ আসিফুল হাসান। তার কথা, ‘আমরা বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। তাছাড়া খেলোয়াড়রা থাকবেন থ্রি-স্টার মানসম্পন্ন ছয়টি ক্রীড়া ডরমেটরিতে। যেখানে তারা আধুনিক আবাসন ব্যবস্থা পাবেন।’ আসিফ আরো বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী কোনো আবাসিক হোটেলে ছয়’শ খেলোয়াড়ের আবাসন ব্যবস্থা করতে গেলে প্রায় ১০ কোটি টাকা খরচ হবে। হোটেলের পেছনে এত বিশাল অঙ্কের টাকা খরচ না করে আমরা ওই ছয় ডরমেটরিকে সংস্কারের মাধ্যমে আধুনিক মানসম্পন্ন করে গড়ে তুলেছি। বাংলাদেশের প্রতিটি ক্রীড়া ফেডারেশন বছরে অন্তত একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে থাকে। সবাইকেই আবাসনের জন্য হোটেলের উপর নির্ভরশীল হতে হয়। আমাদের ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ উদ্যোগী হয়ে সব খেলাকে অগ্রাধিকার দিয়ে পাঁচটি ফেডারেশন ও মিরপুর ক্রীড়াপল্লীকে থ্রি-স্টার মানের আবাসন ব্যবস্থা গড়ে তুলেছেন। যা এর আগে কেউ চিন্তা করেননি। সবদিক বিবেচনায় বলতে পারি, রোলবল বিশ্বকাপের সফল আয়োজনের জন্য প্রস্তুত আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রস্তুতি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ