Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুর মধ্য দরিয়াবাদ চৌরাস্তা মোড়টি যেন মরণ ফাঁদ

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর, উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে হাসপাতাল সংলগ্ন মধ্যে দরিয়াবাদ চৌরাস্তা মোড়টি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখাগেছে, দেওয়ানগঞ্জ টু জামালপুর এবং উত্তর দরিয়াবাদ টু দক্ষিণ দরিয়াবাদ মেলান্দহ উপজেলা সীমানায় জনবহুল গুরুত্বপূর্ণ মেইন রাস্তা হওয়ায় এতে ট্রাক, বাস, অটো, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এবং হাজার হাজার মানুষের চলাচল। এ রাস্তায় চৌরাস্তা মোড় সংলগ্ন মধ্য দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীসহ ইসলামপুর উপজেলা কমপ্লেক্সে সেবা নিতে আসা লোকজন ব্যবহার করে। ইতিমধ্যে জনসাধারণের সুবিধার্থে অপরদিকে ব্রহ্মপুত্র ব্রীজটি খোলে দেওয়ায় শেরপুর, বকসিগঞ্জসহ চরাঞ্চলবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তায় পরিণত হয়েছে।
দু’পাশের রাস্তাটি নতুন করে নির্মাণের ফলে একদিকে যেমন জনদূর্ভোগ লাঘব হয়েছে অন্যদিনে ঠিক চৌরাস্তাটিতে রাস্তার জমি দখল করে টিনের বেড়া দেওয়ায় মরন ফাঁদে পরিণত হয়েছে। এতে করে রাস্তার জমি দখল করে টিনের বেড়া দেওয়ায় দুইপার্শ¦ই ঝুঁকিতে রয়েছে। যানবাহন চলাচলে চালকরাসহ অন্যপাশে পথচারীরা কোন পার্শে¦ই দেখতে না পাওয়ায় ইতিমধ্যে একাধিকবার দূর্ঘটনার ঘটেছে। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে সভুকুড়া ইনছান নামের এক পথচারী দূর্ঘটনায় শিকার হয়ে পঙ্গু হয়ে পড়েছে। তারা আরো জানায়, রাস্তা সংলগ্ন মৌ. ইসমাইল হোসেনের জমি হলেও তার ওয়ারিশরা রাস্তা দখল করে টিনের বেড়া দেওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলেছে। যেন দেখার কেউ নেই। আক্ষেপ করে এলাকাবাসী বলেন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় বারবার জনপ্রতিনিধিদের বলে কোন লাভ হয়নি তারা মেয়র এবং প্যানেল মেয়রকে দায়ী করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ