পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইসলামপুর উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৯শ’ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। আজ (বুধবার) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহছানুল হক মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে স্থানীয় এমপি আলহাজ ফরিদুর হক খান দুলাল বক্তব্য রাখেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, সুফিয়া বেগম, হাবিবুর রহমান চৌধুরী শাহিন। অন্যান্যের মধ্যে কৃষি কর্মকর্তা মাতিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, প্রতি কৃষকের জন্য ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১ কেজি পটাশ সার দেয়া হয়। কৃষি কর্মকর্তা জানান, এ কর্মসূচির আওতায় আগামীকালও ৮শ’ কৃষকের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।