Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুরকে ঈশ্বরপুর করতে চায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিজেপির নেতৃত্বে ভারতের উত্তর প্রদেশ থেকে শুরু হওয়া বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম বদলের ঝাপটা এবার পশ্চিমবঙ্গে এসে লেগেছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর রাখার উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ইসলামপুরে ভিএইচপি পরিচালিত সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দির স্কুলের সাইনবোর্ডে ইতিমধ্যে ইসলামপুরের বদলে ঈশ্বরপুর লেখা হয়েছে। এভাবে নাম বদল করায় এলাকায় পানি ঘোলা হতে শুরু করেছে। হুট করে একটি বিদ্যালয়ের সাইনবোর্ডে কীভাবে ইসলামপুরের স্থলে ঈশ্বরপুর লেখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেছেন, মুসলিম শাসকেরা এই নাম চাপিয়ে দিয়েছিল। ঐতিহাসিকভাবে এই জায়গার নাম ঈশ্বরপুর। তাই তাদের স্কুলের সাইনবোর্ডে ঈশ্বরপুর লেখা হয়েছে। ইতিহাসবিদ গৌতম ভদ্র বলেছেন, ইসলামপুর নামের মধ্যে একটি চমৎকার যোগসূত্র রয়েছে। ‘ইসলাম’ যেমন আরবি শব্দ, তেমনি ‘পুর’ একটি বৈদিক শব্দ। এটাই ভারতীয় সংস্কৃতি। ইতিহাসবিদ রজতকান্ত রায় বলেছেন, যে যুক্তিতে পশ্চিমবঙ্গের নাম বদল করা হয়েছে, ইসলামপুরের নাম বদলের ক্ষেত্রে সেই যুক্তি খাটে না। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামপুরকে ঈশ্বরপুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ