রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা
জামালপুরের ইসলামপুরে দুরমুঠ এলাকায় রেল লাইনের পাশ থেকে গতকাল শুক্রবার সকালে আব্দুল মালেক নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মালেক বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরের পরিচ্ছন্ন কর্মী ছিলেন। তিনি ইসলামপুর পৌর সভার পলবান্ধা ভাটি পাড়া গ্রামের সোনাজ উদ্দিনের পুত্র। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল মালেক ঢাকা বিমান বন্দর রেল স্টেশন থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনযোগে নিজ বাড়ী ইসলামপুরের পলবান্ধা গ্রামে যাচ্ছিলেন। ট্রেনটি যথারীতি ইসলামপুর হয়ে দেওয়ানগঞ্জ পৌঁছলেও আব্দুল মালেক ওই রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন গতকাল শুক্রবার সকালে দুরমুঠ স্টেশন এলাকায় বুরুঙ্গী বিলের পাশে রেল লাইনের ধারে একটি লাশ পানিতে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে নিহতের স্বজনরা সেখানে গিয়ে আব্দুল মালেকের লাশ দেখে পরিচিতি নিশ্চিত করেন। নিহতদের নিকট আত্মীয় এডভোকেট আনসার আলী জানান, আব্দুল মালেক ঢাকা থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস যোগে ইসলামপুরে আসার পথে কোন অজ্ঞাত দুর্বৃত্তরা দুরমুঠ বুরুঙ্গী বিল এলাকায় তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়ার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।