Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুরে অল্প থেকে রক্ষা পেল তিস্তা ট্রেনের যাত্রীরা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর উপজেলা সংবাদদাতা : রাখে আল্লা মারে কে, জামালপুরের ইসলামপুরে অল্প থেকে রক্ষা পেল তিস্তা ট্রেনের যাত্রীরা। শনিবার পৌর শহরের গুরুস্থান মোড় রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনটি ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে পৌর শহরের গুরুস্থান মোড় রেল ক্রসিংয়ে এলে রাস্তার কাজে ব্যবহৃত ওডিবিএল কনস্ট্রাকশনের সয়েল কম্পেক্টর রোলারটি রেলপথে উঠে যায়। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি কাছাকাছি এলে ড্রাইভার বাবু রোলারটি ব্রেক করতে না পারায় রোলার রেলপথে রেখেই দ্রæত নেমে পড়ে। ঠিক সেই মুহূর্তে দ্রæতগামী ট্রেনটির সাথে রোলারের সংঘর্ষ হয়। এতে ট্রেনের গতি থেমে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়। এ ব্যাপারে জামালপুর টু দেওয়ানগঞ্জ সিনিয়র সাব-এসিসটেন্ট ইঞ্জিনিয়ার কবির হোসেন রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্রসিং পয়েন্টে কশনবোর্ড রয়েছে। এখানে সকলের নিজ দায়িত্বে চলাচলের কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অসচেতনতায় এমনটি ঘটেছে। দুর্ঘটনায় ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে, ট্রেনের ব্র্যাক সিলিন্ডার পড়ে গেছে। রোলার এবং ড্রাইভারের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান। ঠিকাদারি প্রতিষ্ঠানের ডিপিএম মহিউদ্দিন জানান, রেল ক্রসিংয়ের রাস্তাটি জনসাধারণের চলাচলের সুবিধার্থে রেলপথের উপর দিয়ে ডবিøওপিএম করছিলাম। রোলারটি রেলপথে উঠে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ