Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফের শাহপরীরদ্বীপের নাফনদীর জেটিঘাট এলাকা থেকে এক অজ্ঞাতনামা (পুরুষ) ভাসমান লাশ উদ্ধার করেছে। ৩ ফেব্রæয়ারি বিকালে টেকনাফ মডেল থানার এসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় জানা যায়নি। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, লাশের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, লাশটি রোহিঙ্গার। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জোড়া খুন মামলার আসামী গ্রেপ্তার
টেকনাফের হ্নীলা রংগীখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের হত্যা মামলার আসামী মো: ইদ্রিস (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রংগীখালী রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রংগীখালী লামার পাড়া এলাকার হাজী ইসমাইলের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আসামী বহুল আলোচিত হ্নীলা রংগীখালী জোড়া খুনের হত্যা মামলার অন্যতম আসামী। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ অক্টোবর বেলা ১১টায় রঙ্গীখালীতে স্থানীয় ছৈয়দুল আমিন ও শাহ জালাল প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় খুন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফ

৪ অক্টোবর, ২০২০
১৫ আগস্ট, ২০২০
১৬ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ