Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০০ কোটির ক্লাবে শাহরুখের রইস!

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা রইস। মুক্তির এক সপ্তাহের মধ্যে ২০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। পাশাপাশি বছরে শুরুতেই ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম বলিউড সিনেমা রইস। গত ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে ২০.৪২ কোটি রুপি। এরপর উইকেন্ড শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ২০০ কোটি রুপিতে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সপ্তম দিন শেষে বলিউড বক্স অফিসে সিনেমাটির আয় ২০০.২৪ কোটি রুপিতে পৌঁছায়। এর আগে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, জাব তক হ্যায় জান, রা-ওয়ান এবং ডন-টু বলিউড বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান। অন্যদিকে রইস’র সঙ্গে একই দিনে মুক্তি পায় হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। প্রসঙ্গত, বলিউডের যে কোনো সিনেমা প্রচারের জন্য প্রযোজকদের খরচ করতে হয় বাজেটের বড় একটি অংশ। কিন্তু সিনেমা প্রচারনায় খরচের বদলে যদি আয় হয়, সেটি অবশ্য অবাক হওয়ার মতোই।  টাইমস অব ইন্ডিয়া ও মুম্বাই মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ