Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গাচড়ায় তিস্তা নদীশাসনে ১৩৬ কোটি টাকা ব্যয়ের কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাঙ্গা

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমার সকল চেষ্টা কর্ম প্রচেষ্টা গঙ্গাচড়াবাসীর মঙ্গলে সব সময় নিবেদিত থাকবে। গঙ্গাচড়ার দুঃখ তিস্তা নদী ও এলাকার মানুষের প্রাণের দাবি তিস্তা নদী শাসন দীর্ঘদিন অক্লান্ত চেষ্টার পর সফল হওয়ায় গঙ্গাচড়াবাসীর আনন্দের সাথে তিনি আনন্দিত হয়ে উপজেলার জনগুরুত্বপূর্ণ সকল কাজে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও গঙ্গাচড়াবাসীর অভিনন্দন পাঠিয়ে তিনি তিস্তা নদী শাসনের প্রয়োজনীয় আরও বরাদ্দ প্রদানের আশ্বাস প্রদান করেন। গতকাল মঙ্গলবার বেলা ১টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া সিনিয়র আলিম মাদরাসা প্রাঙ্গনে তিস্তা নদী শাসন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩৬ কোটি টাকা ব্যয়ে গঙ্গাচড়া এলাকার স্থায়ী তিস্তা নদী শাসন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন ও জনসভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার সভাপতি সফিয়ার রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা জাপা সভাপতি আলহাজ সামসুল আলম, আলমবিদিতর আফতাবুজ্জামান আফতাব, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, ঠিকাদার বিপ্লব প্রমুখ।
এরপর তিনি গজঘণ্টা ইউনিয়নের খামারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সমন্বয় কমিটির সভায় যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ