Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি মামলা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৬:০৫ পিএম

করোনা মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতায় কাপ্তাই উপজেলা প্রশাসন প্রতিনিয়ত সচেতনমূলক প্রচার-প্রচারণা ও বিধি-নিষেধ না মানায় বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০ টা হতে দুপুর দেড়টা পর্যন্ত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজার, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারোঘোনিয়া গেইট, কেপিএম, কলাবাগান, সিনেমা হল ও মিশন এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮৮ ধারায় ৬টি মামলায় ১২শ টাকা, দন্ডবিধির ২৬৯ ধারায় ৬ টি মামলায় ১২শ' সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ৭টি মামলায় ২ হাজার টাকাসহ মোট ১৯টি মামলায় সর্বমোট ৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, ৪১ বিজিবি টহল দল এবং আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ