Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসুন - কাপ্তাই ইউএনও

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৬:১৮ পিএম

রাঙামাটি কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের দ্রুত আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনতে কাপ্তাই উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টায় কাপ্তাই উপজেলার প্রায় ৩শ'ফুট নিচে লগগেইট, ঢাকাই কলোনীতে অভিযান করে।

বসবাসকারীদের কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান মাইকিং করে বলেন, আপনার প্রিয় সন্তানদের দিকে তাকিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ কাপ্তাই আশ্রয় কেন্দ্রে চলে আসুন। আমরা আপনাদের সকল খাবারের ব্যবস্থা করব। এবং বর্ষার অবস্থা ভালো হলে আপনারা আবার নিজ, নিজ ঘরে ফিরে আসতে পারবেন। পরে নির্বাহী অফিসার কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন সহ বিভিন্ন জায়গায় প্রচার অভিযান করে।

এসময় কাপ্তাই থানা অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান, এসআই পীযুষ কান্তি দাশ, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, ইউপি সদস্য সজিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কাপ্তাইয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে এবং গত ৩ বছর আগেও কাপ্তাইয়ে পাহাড় ধসে ১৮ জনের প্রাণহানি এবং হতাহতের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ