Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে শপথ অনুষ্ঠান শেষে চার ইউপি চেয়ারম্যান কারাগারে

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৬:৪৯ পিএম

রাঙামাটিতে শপথ অনুষ্ঠান থেকে আটক হলেন চার ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার (২৫জানুয়ারী ২০২২) বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হলেই পুলিশ তাদের আটক করে।

তারা হলেন সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন কুসুম চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা।

পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন জানান, আটক ৪ ইউপি চেয়ারম্যান নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা, গণতান্ত্রিক ইউপিডিএফ নেতা বর্মা হত্যা, নানিয়ারচরের কালুময় চাকমা হত্যা মামলার আসামী। আটক চার জনই একাধিক হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত বলে জানায় পুলিশ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপের নির্বাচনে রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউপির নির্বাচিত চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আটক ৪ চেয়ারম্যানকে বিকেলে রাঙামাটি জেলা ও দায়রাজজ আদালতে তোলা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক চারজন আদালতে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ