Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি আ’লীগের সংবাদ সম্মেলন যশোরে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা দিলু পাটোয়ারীকে সন্ত্রাসীদের গডফাদার দাবি করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ। গতকাল প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে এই দাবি করা হয়। এ সময় আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের কয়েশ’ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী বলেন, ‘অর্থের প্রভাব আর সন্ত্রাসীদের ব্যবহার করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন দিলু পাটোয়ারী। তার ক্যাডার বাহিনীর হাতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের চাঁদাবাজীর কারণে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তার এই সন্ত্রাসী কর্মকাÐের প্রতিবাদ করায় ইউনিয়নের ছয়জন ওয়ার্ড মেম্বরের সম্মানী বন্ধ করে দিয়েছেন তিনি। তবে আশার কথা হচ্ছে, সম্প্রতি স্থানীয় খাজুরা পুলিশ ক্যাম্পের দুই পুলিশ অফিসার এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এজন্য এই দুই পুলিশ অফিসারকে বদলি করাতে দিলু চেয়ারম্যান তৎপরতা চালাচ্ছেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ পাটোয়ারী বলেন, ‘টাকার জোরে সন্ত্রাসী দিলু পাটোয়ারী আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিল। যদি চেয়ারম্যান পদে নিরপেক্ষ ভোট হতো তাহলে জহুরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর পাশ করার কোন সুযোগ ছিলো না। তিনি জোর করে ভোটে জয়লাভ করেছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর আলী বিশ্বাস, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ ডাকু, আবুল কালাম আজাদ, ডা. মিলন বিশ্বাস, শেখ আলী হায়দার টফি, সমসের মোল্লা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ