Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:১৫ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার অবাধ সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে তবে এভিএম পদ্ধতিতে পুরানো যন্ত্রের কারণে সময় অনেক লাগায় ভোটাররা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকায় ভোট না দিয়ে অনেকে বাড়ি চলে যায়, এছাড়া অনেক কেন্দ্রে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট চলে। এ নির্বাচনে দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী ৪৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী, নৌকা মাসুদ আলম জমাদ্দার পেয়েছেন ৩৬৩৫ ভোট, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়র হোসেন ৪১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য দৌলতপুর ইউনিয়নে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির বাড়ি অথচ এ ইউনিয়নে প্রায় এক হাজার ভোটের ব্যবধানে নৌকা পরাজিত হয়েছে এছাড়া গত সংসদ নির্বাচনেও তার কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে নৌকা পরাজিত হয়। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের শত্রু আওয়ামীলীগ এবং এই ইউনিয়নে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের বাড়ী থাকা সত্তে¦ও নৌকা পরাজিত হয়েছে। কেউ কেউ বলেন অযোগ্য নেতারা জেলা আওয়ামী লীগে স্থান পেলে এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হওয়ার ফলে নৌকার পরাজয় হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ