নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে গত সপ্তাহে ঘোষিত হয়েছিল ১৪ সদস্যের বাংলাদেশ নারী দল। পুরোদমে অনুশীলনও শুরু করেছে ঘোষিত এই দলটি। তবে শ্রীলঙ্কা সফরের প্রাক্কালে ইনজুরিতে পড়ে স্বপ্নভঙ্গ হয়েছে লতা মন্ডল এবং ফাহিমা খাতুনের। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন শায়লা শারমিন ও মোরশেদা খাতুন। গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে বিসিবি।
বাছাইপর্বে বাংলাদেশ স্কোয়াড : রোমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, নিগার সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রিতু মনি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন ও মোরশেদা খাতুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।