Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে অস্থিতিশীলতা ছড়াতে ব্যর্থ যুক্তরাষ্ট্র : ইব্রাহিম রইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ইরানে অস্থিতিশীলতা ছড়াতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র- এ দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের পরও যখন ফলাফল শূণ্য; তখন প্রোপাগাণ্ডা চালিয়ে উত্তেজনা উস্কে দেয়ার চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। খবর আলঅ্যারাবিয়ার। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কাজাখস্থান সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তবে এ অভিযোগের প্রেক্ষিতে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। ইরানের রক্ষণশীল এ নেতার দাবি, ইরানে চলমান আন্দোলন ছড়ানোর পেছনে পশ্চিমাদের সরাসরি মদদ রয়েছে। তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ব্যর্থ হয়ে এ কৌশল অবলম্বন করা হয়েছে বলেও দাবি তার। ইব্রাহিম রইসি আরও বলেন, ইরানকে অস্থিতিশীল করতে মার্কিন পরিকল্পনা নস্যাতে আমরা সক্ষম হয়েছি। নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের পরও ফলাফল যখন শূণ্য; তখন প্রোপাগাণ্ডা চালিয়ে উত্তেজনা উস্কে দেয়ার চেষ্টা চালিয়েছে পশ্চিমারা। তাদের উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট। এদিকে, নারীদের পোশাকের স্বাধীনতা নিশ্চিতে এখনও বিক্ষোভে উত্তাল ইরান। আন্দোলন দমাতে কঠোর অবস্থানে রয়েছে রইসি প্রশাসন। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই শতাধিক। গ্রেফতারের শিকার কয়েক হাজার মানুষ। প্রসঙ্গত, গত মাসে পুলিশি হেফাজতে মাহশা অমিনির মৃত্যুর পর বিক্ষোভ ছড়ায় গোটা ইরানে। মাথা পুরোপুরি আবৃত না করায় আটক করা হয় তাকে। পরিবারের দাবি- পুলিশি নির্যাতনে প্রাণ হারিয়েছেন মাহশা। আলঅ্যারাবিয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে অস্থিতিশীলতা ছড়াতে ব্যর্থ যুক্তরাষ্ট্র : ইব্রাহিম রইসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ