নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বরাবরই দক্ষিণ আফ্রিকা মোস্ট ফেভারিট দলগুলোর একটি। অথচ কখনোই বড় কোনো শিরোপা জোটেনি তাদের ভাগ্যে। প্রচেষ্টার যে কমতি থাকে তা নয়। এবারো ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এখনই নতুন কোচ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আগামী মে-আগস্টে ইংল্যান্ড সফরের পরেই শুরু হবে এর প্রক্রিয়া। বর্তমানে দলটির কোচের দায়িত্বে আছেন স্বদেশি রাসেল ক্রেইগ দমিঙ্গো।
এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘বোর্ড ডিরেক্টর যুক্তরাজ্য সফরের পর আইসিসি বিশ্বকাপ ২০১৯ পর্যন্ত নতুন প্রটিয়া কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।’ ডমিঙ্গো ‘এ’ দল থেকে জাতীয় দলের সহকারী ও ২০১৩ সালে আসেন প্রটিয়াদের প্রধান কোচের ভূমিকায়। এরপর দুই মেয়াদে ইংল্যান্ড সফর পর্যন্ত চুক্তি বাড়ানো হয়। স্বপদে থাকতে হলে নিয়ম অনুযায়ী আবারো তাকে সিএসএ বরাবর আবেদন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।