Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

৮ জানুয়ারি থেকে চীনে প্রবেশে নতুন নিয়ম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৮:৪৯ পিএম

আগামী ৮ জানুয়ারি থেকে চীনে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে। নতুন নিয়ম অনুসারে, চীনগামী বিমানে ওঠার সর্বোচ্চ ৪৮ ঘন্টা আগে কোভিডের টেস্ট করাতে হবে এবং টেস্টের ফল নেগেটিভ হতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সম্প্রতি বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এখন থেকে চীনে আসতে ইচ্ছুক বিদেশিদের সংশ্লিষ্ট দূতাবাসে স্বাস্থ্যকোডের জন্য আবেদন করতে হবে না। তা ছাড়া, চীনে আসার পর বিমানবন্দরে নিয়মিত নিউক্লিক অ্যাসিড টেস্টে কোনো অস্বাভাবিকতা ধরা না-পরলে, যাত্রীদের কোয়ারিন্টিনেও থাকতে হবে না।

তিনি আরও জানান, টেস্টের ফল যদি পজেটিভ হয় এবং রোগের উপসর্গ না-থাকে বা সামান্য উপসর্গ থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বাসস্থানে নির্দিষ্ট কয়েকদিন আইসোলেশানে থাকতে হবে। সূত্র: সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ