Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিকে বিদীপ্তা চক্রবর্তী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

‘মিঠাই’-এর পর আরও এক নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে বিদীপ্তাকে। কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’-এ খুব শীঘ্রই নতুন চরিত্রে দেখা মিলবে তাঁর। বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ বিদীপ্তা চক্রবর্তী। টেলিভিশন থেকে সিনেমা- সবেতেই উজ্জ্বল উপস্থিতি তাঁর। বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় শো ‘মিঠাই’ ধারাবাহিকে শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। চিত্রনাট্য অনুযায়ী, ছেলে বৌ মিঠাইয়ের সঙ্গে দারুণ সম্পর্ক তাঁর শাশুড়ির। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও চুটিয়ে কাজ করেছেন তিনি। ‘মিঠাই’-এর পর আরও এক নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে বিদীপ্তাকে। কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’-এ খুব শীঘ্রই নতুন চরিত্রে দেখা মিলবে তাঁর। ধারাবাহিকে আধুনিক এবং স্বাধীন মহিলার চরিত্রে অভিনয় করবেন তিনি। অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, পরিচালক বিরসা দাশগুপ্তের স্ত্রী বিদীপ্তা। জনপ্রিয় সঞ্চালিকা চৈতালী দাশগুপ্তের বউমা তিনি। ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরসা-বিদীপ্তা। এটা ছিল বিদিপ্তার দ্বিতীয় বিয়ে। অভিনেত্রীর প্রথমপক্ষের মেয়ে মেঘলা দাশগুপ্ত। মেঘলার সঙ্গে দারুণ বন্ডিং বিরসার। বাবার সহকারী পরিচালক হিসাবে কাজও করে সে। অন্যদিকে, বিরসা-বিদীপ্তার ছোট মেয়ের নাম ইদারা। যাকে ‘সব ভূতুড়ে’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন ধারাবাহিকে বিদীপ্তা চক্রবর্তী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ