Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের সাফল্যেই খুশি সালাউদ্দিন

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ফুটবল নিয়ে গেল দেড়মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কি কাজ করেছে তার ফিরিস্তি তুলে ধরেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে এই ফিরিস্তি তুলে ধরেন বাফুফে প্রধান। সালাউদ্দিন বলেন, ‘এতদিন বলেছি কাজ করব, আর এখন কাজ করে বলছি।’
গত ১০ ডিসেম্বর ঘোষিত ২০১৭ সালের ফুটবল সূচি অনুযায়ী যেসব কাজ করার অঙ্গীকার ছিল বাফুফের সেগুলো সম্পন্ন হয়েছে তা জানিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন সালাউদ্দিন। ঘোষিত সূচিতে ছিল ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সোহরাওয়ার্দী কাপ (যা বর্তমানে জাতীয় জেলা চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৮)। এবং এমাসেই মাঠে গড়ানোর কথা ছিলো স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপও। কিন্তু নির্ধারিত সময় তা শুরু করতে পারিনি বাফুফে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের কথা, ‘জেলাগুলোর অবস্থা আসলে সেই পর্যায়ে নেই। টুর্নামেন্ট যদি শুরু করি তাহলে দলগুলো ভালো করবে না। তবে এটি শুরু করা হবে। ইতোমধ্যে প্রতিটি জেলায় চিঠি পাঠানো হয়েছে। এ নিয়ে কাজ চলছে। আর নতুন শিক্ষাবছর শুরু হওয়ায় আয়োজন করা সম্ভব হয়নি স্কুল ফুটবল। শিক্ষার্থীরা এখন ব্যস্ত রয়েছে। স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন সূচি নির্ধারণ করা হবে খুব শীঘ্রই।’
চলতি বছরের সূচি ঘোষণার দিন বাফুফে সভাপতি অঙ্গীকার করেছিলেন, এখন থেকে আর্থিক লেনদেনের বিষয়গুলো গণমাধ্যমকে নিয়মিত অবহিত করা হবে। এ প্রসঙ্গে কাল তিনি বলেন, ‘কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। আলোচনা বেশ ইতিবাচক পর্যায়ে রয়েছে। ফিফার কাছ থেকে যে আর্থিক সহযোগিতা পাওয়ার কথা সেটা ফেব্রæয়ারির তৃতীয় সপ্তাহে পাওয়া যাবে বলে আশা করছি। ফিফার কাছে অর্ধ মিলিয়ন অনুদান চেয়ে প্রস্তাব দেয়া আছে। আশা করি জুরিখের সভায় এটা পাওয়া যাবে।’
সংবাদ সম্মেলনে একমাত্র সালাউদ্দিন কথা বললেও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, সদস্য আমিরুল ইসলাম বাবু, মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও সাধারাণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সংক্ষিপ্ত বক্তব্যে সালাউদ্দিন জানান, গত দেড় মাসে কি কি কাজ শেষ হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় মহিলা ও পুরুষ দল, জাতীয় দলের কোচ, ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ, জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, অনূর্ধ্ব-১৫ ট্যালেন্ট হান্ট, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ইত্যাদি
জাতীয় পুরুষ ফুটবল দল বিকেএসপিতে ফিটনেস ক্যাম্প শুরু করেছে এবং সেখানে তারা উন্নতি করছে। এতে খুশি বাফুফে বস। এটাকে নিজের দেড়মাসের কার্যক্রমের সফলতা বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে অনূর্ধ্ব-১৬ নারী দল জাপান সফরে গিয়ে ভালো করার, সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় মহিলা দল রানার্স আপ হওয়ায় এবং জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করতে পেরেও খুশি সালাউদ্দিন। এই সময়ের মধ্যে মক কাপের প্লেট পর্বে অনূর্ধ্ব-১৪ কিশোর দলের চ্যাম্পিয়ন হওয়াকেও সফলতা বলে উল্লেখ করেন দেশের ফুটবলের জীবন্ত এই কিংবদন্তী। দেশের নারী ফুটবলারদের ধারাবাহিক সাফল্যে উচ্ছাস প্রকাশ করেন সালাউদ্দিন। জাপান সফরে থাকা কৃষ্ণা রাণী বাহিনীকে এবার সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। তবে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে তেমন কোনো আশার বাণী শুনাতে পারেননি বাফুফে সভাপতি। কোচ নিয়োগের ব্যাপারে তিনি বলেন, ‘এ নিয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কাজ করছে। স্থানীয় কাউকে নিয়োগের জন্য আমি প্রস্তাব দিয়েছি। কমিটি হ্যাঁ কিংবা না কিছুই বলেনি।’ সর্বশেষ তার কথা, ‘ বাংলাদেশ সুপার লিগ ( বিসিএল) আয়োজক সাইফ পাওয়ারটেক সময়সূচি নির্ধারণ করে আমাদের কাছে প্রস্তাব দিলে আমরা যা করণীয় তা অবশ্যই করব। বাফুফের ক্যালেন্ডার সূচিতে অনেক ফাঁকা জায়গা আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়ে

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ