Inqilab Logo

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

শুটিংয়ের সময় মিশা ভাই মেয়েদের চুল ছিঁড়ে ফেলতেন -ডন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সম্প্রতি চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর বেশ কিছু মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন। শুরুতে নায়ক বাপ্পিকে নিয়ে এবং পরবর্তীতে জনপ্রিয় নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে নিয়ে। মিশার এসব বিতর্কিত মন্তব্যের মধ্যে তাকে নিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন আরেক খল অভিনেতা ডন যিনি বরাবরই অপ্রিয় সত্য কথা বলতে দ্বিধা করেন না। যা বলেন সরাসরি বলেন। সেই ডন মিশার মন্তব্য নিয়ে বলেন, শুটিংয়ে শট দেয়ার সময় বাপ্পি নাকি তাকে মেরে ফেলতে চেয়েছিল। তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মিশাকে উদ্দেশ্য করে ডন বলেন, আরে ভাই, শুটিংয়ের সময় এমন অনেক দুর্ঘটনাই ঘটে। আপনি তো মরে যাননি। বাপ্পি আমাদের অনেক জুনিয়র আর্টিস্ট। ওর ভুল হতেই পারে। আপনি তখন সেটি ব্যালেন্স করে নিতেন। শুটিংয়ে আপনি মেয়েদের ধরলে তার জান বের হয়ে যায়। আর রেপ সিন থাকলে তো কথাই নাই। আমি অনেক দেখেছি, অনেক মেয়ের চুল এমনভাবে ধরে টান দিতেন যে তাদের চুল ছিঁড়ে যেতো। ডন বলেন, উনি বারবার নামাজের কথা বলেন, কিন্তু এতদিন কাজ করছি এক সাথে; কখনো নামাজ পড়া দেখিনি। হয়ত তিনি বাসায় পড়তে পারেন। এটা তার ব্যাপার। কেউ পাঞ্জাবি-পায়জামা পরলেই ভাল, পরহেজগার হয়ে যায়, এমন না। মনের ঈমানি শক্তি থাকতে হবে। ডন বলেন, মান্না ভাইয়ের পর মিশা ভাই ফিল্ম পলিটিক্স সবচেয়ে ভাল বুঝেন। উনি অনেককে পলিটিক্স করে তাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে আমিও একজন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুটিংয়ের সময় মিশা ভাই মেয়েদের চুল ছিঁড়ে ফেলতেন -ডন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ