Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার মেয়েদের জন্যই এবার দেশে আসা-শ্রাবন্তী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী অনেক দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। ঈদের আগেই তিনি ঢাকা আসেন। এই আসার কারণ তার দুই মেয়ে। শ্রাবন্তী জানান, আমার দুই মেয়ের ইচ্ছা ছিল, এবারের ঈদ তাদের বাবার সঙ্গে করবে। তার বাবার সঙ্গে যোগাযোগ করেই ঈদের আগেই ঢাকা আসা। বাচ্চারা বাবার সঙ্গে ঈদ করতে পেরে খুবই খুশী। আসলে, সন্তানের সুখই বাবা-মায়ের সুখ। দিন শেষে যা কিছুই করিনা কেন, আমরা সন্তানের ভালোর জন্যই নিবেদিত হই। ভবিষ্যতে যাতে তারা একটা নিশ্চিত জীবন পায়, সেদিক বিবেচনা করেই তাদের জীবন পরিচালিত করার চেষ্টা করি। আমিও ঠিক তাই করছি। আমার দুই কন্যা রাবিয়াহ ও আরিশা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছি। অভিনয়ে ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, আমি এখন আমার মেয়েদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। সেখানে থেকে অভিনয় করা সম্ভব নয়। তবে এবার ইচ্ছা ছিল দেশে এসে অন্তত একটি নাটকে অভিনয় করি। কিন্তু সময় করে উঠতে পারছি না। সবার সাথে দেখা-সাক্ষাৎ করতে করতেই সময় চলে গেছে। আর প্রচণ্ড গরমে কাজ করাও কঠিন। তাই করা হচ্ছে না। তবে পরেরবার এলে অভিনয়ের জন্য সময় নিয়ে আসবো। এদিকে গত বছর শ্রাবন্তী আমেরিকার নিউইয়র্কের জামাইকাতে অবস্থিত ‘অ্যালেন স্কুল অব হেলথ সাইন্সেস’ থেকে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট কোর্স সম্পন্ন করেছেন।



 

Show all comments
  • Faizuddin Ahammed Foyaz ২৬ জুলাই, ২০২২, ৬:২০ এএম says : 0
    একসময়ের অনেক প্রিয়
    Total Reply(0) Reply
  • Musthafa Auh ২৬ জুলাই, ২০২২, ৬:২০ এএম says : 0
    সারা জীবন দেশে টাকা কামাইয়ে এখন এসে বলবে সুশীল সমাজের লোক
    Total Reply(1) Reply
    • Jahangir ৩১ জুলাই, ২০২২, ১২:৩৪ পিএম says : 0
      right
  • Md. Mozammel Haque ২৬ জুলাই, ২০২২, ৬:২০ এএম says : 0
    সবার সুস্বাস্থ্য কামনা করি
    Total Reply(0) Reply
  • Manzurul Khandokar ২৬ জুলাই, ২০২২, ৬:২২ এএম says : 0
    কি দরকার, সাথে নিয়ে গেলে তো আর আসা লাগে না এবং আমাদেরও এমন নিউজ দেখা লাগে না।
    Total Reply(0) Reply
  • Mhl PaGlu ২৬ জুলাই, ২০২২, ৬:১৯ এএম says : 0
    Valo lagar ekti manushhhh
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমার মেয়েদের জন্যই এবার দেশে আসা-শ্রাবন্তী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ