নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথম দিনটি ভাল কাটেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওযালটন সেন্ট্রাল জোনের। প্রথম দিনটি ব্যাটিংয়ে পার করতে পারেনি মোশারফ হোসেন রুবেলের দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট এর পেস বোলার আবু জায়েদ রাহির বোলিংয়ে (৫/৩৭) ৫ ঘণ্টাতেই শেষ হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন (২২৪/১০)। ওয়ালটন সেন্ট্রাল জোন স্কোর ২শ’ পার করতে পেরেছে দু’টেল এন্ডার মোশারফ রুবেল (৪৬ নট আউট) এবং শরীফের (৪৪) ব্যাটিংয়ে। ৯ম উইকেট জুটিতে এই দু’জন যোগ করেছেন ৭০ রান। ইসলামী ব্যাংক ইস্ট এর পেস বোলার আবু জায়েদ রাহি এদিন প্রথম শ্রেণীর ক্রিকেটে অর্ধশততম ম্যাচ উদযাপন করেছেন ৫ উইকেটের ইনিংসে। একই দিনে পৌঁছে গেছেন তিনি দেড়শ’ উইকেটের ল্যান্ডমার্কে। গতকাল রাকিবুলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে এই ল্যান্ডমার্ক ছুঁয়েছেন রাহি। প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারে উপর্যুপরি দ্বিতীয় ৫ উইকেটের ইনিংস এটি। গত মাসে জাতীয় লীগে সিলেটের হয়ে চট্টগ্রামের বিপক্ষে পেয়েছিলেন তিনি ৫ উইকেটের দেখা (৫/৩৭)।
ওয়ালটন সেন্ট্রাল জোনের জবাব দিয়ে প্রথম ইনিংসে লিডের সম্ভাবনা দেখছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম দিনের শেষ ৭০ মিনিটে ওপেনিং জুটির অবিচ্ছিন্ন ৯৫ রানে লিড থেকে এখন ১৩০ রান দূরে ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এদিন ১৬তম ফিফটি উদযাপন করেছেন লিটন দাস। নবম সেঞ্চুরি থেকে ৪০ রান দূরে তিনি।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম দিনটি ভালই কাটিয়েছে বিসিবি নর্থ জোন। সাবধানী ব্যাটিংয়ে ওভারপ্রতি ২.২৫ রানে দিন শেষ করেছে তারা ২১০/৩ স্কোরে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এদিন বিসিবি নর্থের মিডল অর্ডার নাইম ইসলাম ৩০তম ফিফটি উদযাপন করেছেন। ৫৪ রানে ব্যাটিংয়ে আছেন তিনি।
ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাংক ইস্ট জোন
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস ঃ ২২৪/১০ (৬৫.২ ওভার), তাইবুর রহমান ২২, তানবীর ২৬, মোশারফ রুবেল ৪৬ *, শরীফ ৪৪, এবাদত ২/৪৭, আবু জায়েদ রাহি ৫/৩৭, সফিউদ্দিন ১/৩৮, সাকলায়েন সজীব ২/৪৩।
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস ঃ ৯৫/০ (১৯.০ ওভার), লিটন দাস ৬০ (ব্যাটিং), মেহেদী মারুফ ৩২ (ব্যাটিং)।
প্রাইম ব্যাংক সাউথ জোন-বিসিবি নর্থ জোন
বিসিবি নর্থ জোন ১ম ইনিংস ঃ ২১০/৩ (৯৩.০ ওভার), জহুরুল অমি ৬৫, ফরহাদ হোসেন ৪৩, নাইম ৫৪ (ব্যাটিং), নাসির ৩৫ (ব্যাটিং), জিয়াউর ১/২৮, আবদুর রাজ্জাক ১/৮২, সোহাগ গাজী ১/২৯।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।