Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২২ভারতের সপ্তম না শ্রীলঙ্কার প্রথম?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মঞ্চ প্রস্তুত ছিল আরেকটি পাক-ভারত মহারণের। তবে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে রোমাঞ্চকর ম্যাচে মাত্র এক রানে হেরে বিদায় নেয় পাকিস্তান। তাতেই নারী এশিয়া কাপ পায় আরেকটি ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। ২০০৮ সালের পর প্রথমবার শিরোপার মঞ্চে উঠল দ্বীপ দেশটি। তবে এই দুই দলের শিরোপা লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো। ২০০৪ সালে নারী এশিয়া কাপ শুরুর পর থেকে প্রথম চার আসরেই ফাইনাল খেলেছে এই দুটি দল। চারবারই শিরোপা জেতে ভারত। পঞ্চমবারের মতো শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। তবে আট আসরের সবকটির ফাইনাল খেলতে যাচ্ছে ভারত। গত আসরে রানার্স আপ হয় তারা। ৩ উইকেটে হারে বাংলাদেশের বিপক্ষে। বাকি ছয় আসরেরই চ্যাম্পিয়ন ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের নির্ধারণী ম্যাচটি হবে আজ দুপুর দেড়টায়। এবার কি ঘুঁচবে পঞ্চম ফাইনালে ওঠা শ্রীলঙ্কার আক্ষেপ! তার আগে লাক্কাতুরা চা বাগানেই হলো ট্রফি নিয়ে দুই অধিনায়ক ভারতের হারমানপ্রিত কউর ও শ্রীলঙ্কান চামারি আত্তাপাতুর ফটোসেশন। গতকাল সিলেটে -ইনকিলাব



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০২২ভারতের সপ্তম না শ্রীলঙ্কার প্রথম?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ