Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম বৈদ্যুতিক এসইউভি উন্মোচন

এবার বৈদ্যুতিক মোটরসাইকেলে ঝুঁকছে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রথম বৈদ্যুতিক স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) উন্মোচন করল জিপ। সংস্থাটি আগামী দুই বছরের মধ্যে উত্তর আমেরিকার দুটি বৈদ্যুতিক এসইউভি বিক্রি শুরু করবে। পাশাপাশি এ সময়ে ইউরোপের বাজারেও একটি ইভি নিয়ে আসবে স্টেলান্টিসের মালিকানাধীন ব্র্যান্ডটি। চলতি দশকের শেষ নাগাদ মার্কিন বাজারে বিক্রি করা গাড়ির অর্ধেক এবং ইউরোপীয় বাজারের শতভাগ গাড়ি বৈদ্যুতিক করতে চায় নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠানটি। জিপের প্রথম এ বৈদ্যুতিক গাড়ি অফ-রোডেও চলতে সক্ষম বলে জানিয়েছে সংস্থাটির নির্বাহীরা। জিপ রেকনসহ নতুন গাড়িগুলো সংস্থাটির র‌্যাংলারের আকারের। এপি এ খবর জানায়। অপরদিকে, পৃথিবীজুড়ে মোটরসাইকেল শিল্প খাতে মন্দা ভাব চলছে। সময়ের সঙ্গে কমছে ক্রেতার সংখ্যা। পাশাপাশি যুক্ত হয়েছে জীবাশ্ম জ্বালানির বিষয়ে সৃষ্টি হওয়া চাপ। মোটরবাইক নির্মাণ খাতের ব্রিটিশ স্টার্টআপ মেভিং মনে করে, এ সমস্যার একমাত্র সমাধান হতে পারে ব্যাটারি। প্রতিষ্ঠানটি আরএমওয়ান মোটরবাইকের উচ্চ শব্দযুক্ত পেট্রল ইঞ্জিনের বদলে প্রায় শব্দহীন বৈদ্যুতিক মোটর স্থাপন করেছে। কেন্দ্রীয় ইংল্যান্ডের কোভেন্ট্রিতে প্রতিষ্ঠানটির কারখানার কাছাকাছি বাইকটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। জানা গিয়েছে, গিয়ারবিহীন এ মোটরবাইক চালানোর অভিজ্ঞতা ছিল খুবই মসৃণ ও প্রায় শব্দহীন। মেভিংয়ের সহপ্রতিষ্ঠাতা উইল স্টিরাপ বলেন, মোটরসাইকেলে নতুন ক্রেতার সংখ্যা কমে গিয়েছে। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এ শিল্পের উদ্যোক্তাদের নতুন গ্রাহক সংখ্যা বাড়াতে হবে। এরই মধ্যে গাড়ি নির্মাণ শিল্প পুরোদমে বৈদ্যুতিক উৎপাদনে মনোযোগ দিয়েছে। ছোট থেকে বড় সব প্রতিষ্ঠান জীবাশ্ম জ্বালানি গাড়ি উৎপাদন বন্ধের প্রতিশ্রুতি দিচ্ছে। তবে মোটরবাইকের জন্য এটি কিছুটা কঠিন। কারণ মোটরসাইকেল ইঞ্জিনের আকার বেশ ছোট। এ ইঞ্জিনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা কিছুটা কঠিন। তবে এরই মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান বৈদ্যুতিক মোটরসাইকেল বাজারে এনেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান হারলে-ডেভিডসন তার বৈদ্যুতিক লাইভওয়্যার মডেলের বাইকের দাম ২৯ হাজার পাউন্ড। এক চার্জে মোটরসাইকেলটি ১৪৬ মাইল পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া ক্যালিফোর্নিয়াভিত্তিক জিরো মোটরসাইকেল বৈদ্যুতিক বাইক নিয়ে এসেছে। ২০ হাজার ১০০ পাউন্ড থেকে দাম শুরু হওয়া এ মোটরসাইকেল এক চার্জে ১৬১ মাইল চলতে পারে। ব্রিটিশ স্টার্টআপ আর্ক আগামী নভেম্বরে বৈদ্যুতিক ভেক্টর স্পোর্টস বাইক বাজারে আনতে যাচ্ছে। এটির মূল্য ধরা হয়েছে ৯০ হাজার পাউন্ড। এছাড়া সুপার সোকোর মতো চীনা নির্মাতারাও বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরিতে কাজ করছে। প্রতিষ্ঠানটির ৪০ মাইল রেঞ্জের টিএসএস বাইকের দাম ২ হাজার ৯০০ পাউন্ড। এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম বৈদ্যুতিক এসইউভি উন্মোচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ